ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইন্টারনেট বিড়ম্বনায় লরেন্স

প্রকাশিত: ০৪:২৯, ১৩ নভেম্বর ২০১৪

ইন্টারনেট বিড়ম্বনায় লরেন্স

সংস্কৃতি ডেস্ক ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সব সময়ই নিয়মিত ছিলেন জেনিফার লরেন্স। কিন্তু এখন ফেসবুক, টুইটার কিংবা ইন্সটাগ্রামের ব্যাপারে কোন আগ্রহ নেই তাঁর। কারণটা কারও অজানা নয়। কিছুদিন আগেই তাঁর ব্যক্তিগত ছবি হ্যাক করে ছড়িয়ে দেয়া হয় ইন্টারনেটে। সম্প্রতি আন্তর্জাতিক এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে ২৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, যদি কখনও ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা টুইটারে আমার নামে কোন এ্যাকাউন্ট দেখেন বুঝে নেবেন সেটা আমি নই। ইন্টারনেট আমাকে অনেক ভুগিয়েছে। নিজেকে এখন আমার হাইস্কুলের সেই মেয়েটির মতো মনে হয়, যাকে নিয়ে হাসাহাসি করে সবাই। তিনি বলেন, প্রযুক্তির সঙ্গে বোঝাপড়া খুব একটা ভাল নয় আমার। মোবাইল এবং প্রযুক্তি আমি ঠিকমতো ব্যবহার করতে পারি না। ঠিকমতো ইমেইল ব্যবহার করাও আমার জন্য কঠিন, টুইটার তো অনেক দূরের ব্যাপার। আমি বুঝি না টুইটারের ব্যবহার। চলতি বছরের আগস্ট মাসে অস্কারজয়ী এই অভিনেত্রীসহ প্রায় শত নারী তারকার গোপনীয় ছবি ফাঁস হয়।
×