ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহাকালের ‘শিখ-ী কথা’ নাট্যোৎসব

প্রকাশিত: ০৪:২৯, ১৩ নভেম্বর ২০১৪

মহাকালের ‘শিখ-ী কথা’ নাট্যোৎসব

স্টাফ রিপোর্টার ॥ মহাকাল নাট্য সম্প্রদায়ের অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘শিখ-ী কথা’ নাটকের ১৫০তম মঞ্চায়ন উপলক্ষে ‘শিখ-ীর কান্দনে কাঁপে আর কাঁদে আকাশের সবকটি তারা’ শীর্ষক বিশেষ উৎসবের আয়োজন করেছে দলটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আগামীকাল ৯ দিনব্যাপী এ উৎসব শুরু হবে আগামীকাল ১৪ নবেম্বর। চলবে আগামী ২৪ নবেম্বর পর্যন্ত। উৎসবে ৭টি বিভাগের ৭টি নাট্যদলের এবং ঢাকা মহানগরের একটি নাট্যদল তাঁদের ‘শিখ-ী কথা’ নাটক নিয়ে অংশগ্রহণ করবে। উৎসবে সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। মহাকাল সূত্রে জানা গেছে উৎসবে আগামীকাল ১৪ নবেম্বর নাটক মঞ্চায়ন করবে বরিশাল বিভাগের বরগুনা থিয়েটার, বরগুনা, ১৫ নবেম্বর মহাকাল নাট্য সম্প্রদায়ের ১৫০তম মঞ্চায়ন, ১৬ নবেম্বর ঢাকা মহানগর থেকে চন্দ্রকলা থিয়েটার, ১৭ নবেম্বর ঢাকা বিভাগের মানিকগঞ্জের হাকিম আলী গায়েন থিয়েটার, ১৮ নবেম্বর রাজশাহী বিভাগের পাবনার থিয়েটার ৭৭’, ১৯ নবেম্বর খুলনা বিভাগের ঝিনাইদহের অঙ্কুর নাট্য একাডেমি, ২০ নবেম্বর চট্টগ্রাম বিভাগের নাট্যাধারা, ২১ নবেম্বর সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিক থিয়েটার সিলেট এবং ২২ নবেম্বর রংপুর বিভাগের রংপুর নাট্যকেন্দ্রের ‘শিখ-ী কথা’ নাটক মঞ্চায়ন করবে।প্রসঙ্গত হিজড়াদের সম্পর্কে নাট্যদর্শকসহ সমাজের সকল মানুষের মধ্যে একটি ইতিবাচক মানবিক দৃষ্টিভঙ্গি জাগ্রত করার মানসে এবং তাঁদের মানুষ হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি সম্মিলিতভাবে উচ্চারিত হওয়ার প্রত্যয়ে মানবিক প্রযোজনা, মহাকাল নাট্য সম্প্রদায়ের গবেষণালব্ধ ‘শিখ-ী কথা’ নাটকটি ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর মহিলা সমিতি মঞ্চে প্রথম প্রদর্শনী হয়। সারা বাংলাদেশে নিয়মিতভাবে নাটকটি মঞ্চায়ন হয়ে আসছে। অতি দ্রুততম সময়ে ২০০৬ সালে ১৪ জুলাই মহিলা সমিতি মঞ্চে ‘শিখ-ী কথা’ নাটকের ৫০তম প্রদর্শনী হয় এবং ২০১০ সালের ১৩ মার্চ জাতীয় নাট্যশালায় এ নাটকের শততম মঞ্চায়ন সম্পন্ন হয়। ইতোমধ্যে নাটকটির ১৪৯টি প্রদর্শনী সম্পন্ন হয়েছে। নাটকটি বাংলাদেশের বিভিন্ন জেলা শহর ছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ রাজ্য ও বিহার রাজ্যে প্রদর্শিত হয়েছে এবং ব্যাপক সমাদৃত হয়েছে।
×