ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রযুক্তির ছোঁয়ায়

প্রকাশিত: ০৫:৩৭, ১২ নভেম্বর ২০১৪

প্রযুক্তির ছোঁয়ায়

বেঁচে থাকার সংগ্রামে অক্ষর জ্ঞান থাকাটা যে কতটা জরুরী শাহনাজ (৪৫) তা হাড়ে হাড়ে টের পেয়েছে। আগে সে ছিল পুরোপুরি নিরক্ষরÑ ‘চোখ থাকতেও অন্ধ’। কিন্তু বেঁচে থাকার সংগ্রামে সাক্ষর হওয়ার গুরুত্ব উপলব্ধি করেই শাহনাজ মোবাইলের বাটনগুলো চেনার চেষ্টা করে এবং দ্রুত সফল হয়। এভাবে প্রয়োজনের তাগিদেই সে হয়ে ওঠে সাক্ষরজ্ঞানসম্পন্ন। তবে শিক্ষার প্রয়োজনীয়তা মূলত সে উপলব্ধি করছে প্রযুক্তির ছোঁয়া থেকেই। এখন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডের মৌচাকে শুরু করেছে মোবাইল ফোনের রিচার্জ বা ফ্লেক্সিলোডের ব্যবসা। পাঁচ বছরে এই মোবাইল প্রযুক্তির বদৌলতে ব্যবসা করে স্বাবলম্বী হয়েছে শাহনাজ। আত্মশক্তিতে বলীয়ান এই নারী এখন রীতিমতো গর্বিত। মঙ্গলবার দৈনিক জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী কে এইচ জসিমের ক্যামেরায় ধরা পড়ে এই জীবনসংগ্রামী নারীর ছবি।
×