ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রেফতার ৩

লক্ষ্মীপুরে যুবক অপহরণ ॥ তিন লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রকাশিত: ০৪:৫৭, ১২ নভেম্বর ২০১৪

লক্ষ্মীপুরে যুবক অপহরণ ॥ তিন লাখ টাকা মুক্তিপণ দাবি

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১১ নবেম্বর ॥ লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকা থেকে শরিফুল ইসলাম (৩০) নামের এক যুবককে অপহরণ করে তার পরিবারের কাছে তিন লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় অপহৃতের স্ত্রী ডলি আক্তার বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে সোমবার রাতে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ গভীর রাতে পৌরসভার লামচরী এলাকা থেকে ছাত্রদল কর্মী হারুনুর রশিদসহ তিন যুবকে গ্রেফতার করেছে। রবিবার সোনালী ব্যাংক লক্ষ্মীপুর শাখা থেকে এক লাখ ২০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে শরিফুল ইসলামকে অপহরণ করা হয়। অপহরণের পর থেকে একটি রবি নম্বর (০১৮৬৬২৭২৩৮৬) থেকে পরিবারের সদস্যদের কাছে তিন লাখ টাকার মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। যথা সময়ে টাকা না দিলে শরিফুলকে হত্যার হুমকি দেয় তারা। শরিফুল ইসলাম লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, অপহৃত শরিফুলকে উদ্ধারের চেষ্টা চলছে। বুধবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে ।
×