ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অটিস্টিক শিশুদের আঁকা ছবির প্রদর্শনী দৃকে

প্রকাশিত: ০৪:৫১, ১২ নভেম্বর ২০১৪

অটিস্টিক শিশুদের আঁকা ছবির প্রদর্শনী দৃকে

রং তুলিতে অজানা কথাÑএ মূলমন্ত্রকে সামনে নিয়ে অটিস্টিক শিশুদের মেধা ও মননের সঙ্গে সকল মানুষকে পরিচয় করিয়ে দেয়া এবং অটিজম বিষয়ে সচেতনতা বিস্তারের লক্ষ্যে ছাত্রসংগঠন হ্যান্স (ঐঅঘঝ) সার্ফ এক্সেলের পরিবেশনায় গত ৭ নবেম্বর হতে আট দিনব্যাপী একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। ঢাকার আটটি স্কুলের অটিস্টিক শিশুদের আঁকা প্রায় ১২০টি চিত্র নিয়ে ধানম-ির দৃক গ্যালারিতে প্রদর্শনীটি আগামী ১৪ নবেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এ উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হ্যান্সের চেয়ারম্যান মীর সোহরাবুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ডিন আবুল র্ব্কা আলভী এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কোম্পানি এ্যাক্সিভেশন ম্যানেজার আবদুল্লাহ্্ রাশেদ মাহমুদ। এর পরপরই আবুল বারক আলভী অতিথিবৃন্দসহ প্রদর্শনী উদ্বোধন করেন। মীর সোহরাবুল হোসেন বলেন, অটিস্টিক শিশুদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা সমাজে ফুটিয়ে তোলার জন্য হ্যান্স আপ্রাণ প্রচেষ্টা করছে। ‘ইমার্জড ফ্রম আননোন’ ছাড়াও ‘শেয়ার উইথ ইনোসেন্স’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন সদস্যদের বিভিন্ন স্কুল পরিদর্শন হ্যান্সের কর্মকা-ের আওতাভুক্ত উল্লেখ্য, প্রদর্শনীর প্রতিটি ছবি বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে এবং বিক্রীত ছবির অর্থ এ শিশুদের হাতে তুলে দেয়া হবে।-বিজ্ঞপ্তি কলকাতায় ডেপুটি হাইকমিশনার হিসেবে যোগ দিলেন জকি আহাদ বাংলানিউজ ॥ কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে জকি আহাদ ডেপুটি হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন। মঙ্গলবার সরাসরি যুক্তরাজ্য থেকে কলকাতায় নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন তিনি। ঢাকায় জন্ম নেয়া জকি আহাদ এর আগে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহযোগী হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন। কলকাতার উপ-হাইকমিশনে বিদায়ী উপ হাইকমিশনার আবিদা ইসলামের স্থলাভিষিক্ত হলেন তিনি। নতুন কর্মস্থলে প্রথম কার্যদিবসে উপ-হাইকমিশনের প্রথম সচিবদের সঙ্গে বৈঠক করেন জকি আহাদ। বাংলানিউজের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হলে হাসিখুশি মানুষ জকি আহাদ নিজে থেকেই যোগাযোগ রাখার কথা বলেন। দীর্ঘ বিমান যাত্রার ক্লান্তি থাকলেও দায়িত্ব গ্রহণের প্রথম দিন ব্যস্ততায় কেটেছে নতুন উপ-হাইকমিশনার জকি আহদের।
×