ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঢাকা থেকে মস্কো ফ্লাইট চালাতে চায় রাশিয়া

প্রকাশিত: ০৪:৫০, ১২ নভেম্বর ২০১৪

ঢাকা থেকে মস্কো ফ্লাইট চালাতে চায় রাশিয়া

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা থেকে সরাসরি মস্কোতে ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার এ নিকোলায়েভ সাক্ষাত করে এ আগ্রহের কথা জানান। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ব্যাপারে উভয়েই একমত পোষণ করেন। বিমানমন্ত্রী রাশেদ খান মেনন ঢাকা-মস্কো সরাসরি বিমান চলাচল সম্ভাব্যতা যাচাইয়ের পর বিষয়টি জোর গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে রাস্ট্রদূতকে আশ্বস্ত করেন। এ সময় মেনন বলেন, বাংলাদেশ ও রাশিয়া বন্ধুপ্রতিম দুটি দেশ এক ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ। তিনি মহান স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে রাশিয়ার অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করে বলেন, রাশিয়া বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। তিনি পর্যটন খাতসহ দেশের বিভিন্ন খাত বিনিয়োগের অপার সম্ভাবনাময় উল্লেখ করে বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য খুবই সম্ভাবনাময় একটি দেশ। রাষ্ট্রদূত নিকোলায়েভ বাংলাদেশের জ্বালানি খাত বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যু কেন্দ্র স্থাপন এবং আণবিক বিদ্যুত কেন্দ্রে পরিচালনায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাশিয়ার উদ্যোগে পারমাণবিক বিভাগ চালু এবং এ বিভাগের শিক্ষার্থীদের জন্য রাশিয়া সরকারের বৃত্তি প্রবর্তনের উল্লেখ করে বলেন, ‘রাশিয়া বাংলাদেশের অগ্রগতিতে সহযোগিতা করতে উৎসাহবোধ করে। বেসামরিক বিমানপরিবহনমন্ত্রী ঢাকা-মস্কো সরাসরি বিমান চলাচল সম্ভাব্যতা যাচাইয়ের পর বিষয়টি বিবেচনার জন্য রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।
×