ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ ভয়াল ১২ নবেম্বর

প্রকাশিত: ০৪:৪৫, ১২ নভেম্বর ২০১৪

আজ ভয়াল ১২ নবেম্বর

জনকণ্ঠ ডেস্ক ॥ আজ সেই ভয়াল ১২ নবেম্বর। উপকূলবাসীর বিভীষিকাময় এক দুঃস্বপ্নের দিন। ৪৪ বছর পরও দিনটির ভয়াবহ স্মৃতি ভুলতে পারেনি উপকূলবাসী। দিনটি এলেই স্বজনহারাদের কষ্ট-ব্যথা-বেদনা নতুন করে রক্ত ঝরায় পুরনো ক্ষত থেকে। ১৯৭০ সালের এই দিনে উপকূলের ওপর দিয়ে বয়ে যায় স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস। মুহূর্তে উপকূল পরিণত হয় লাশের জনপদে। সে দিনের সে সব কথা মনে হলে আজও আঁতকে ওঠে উপকূলের নারী-পুরুষ। দিনটি স্মরণে স্বজনহারারা প্রতিবছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। দিনটি উপলক্ষে সংবাদদাতা ও নিজস্ব সংবাদদাতাদের সে সব আয়োজনকে ঘিরে পাঠানো খবরÑ ভোলা ॥ দিনটি স্মরণে ভোলায় আলোচনা, সেমিনার, কোরানখানি, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। আমতলী ॥ স্বজনহারা পরিবারগুলো মিলাদ মাহফিল, দোয়া-মোনাজাত ও বিশেষ প্রার্থনার আযোজন করেছে। লক্ষ্মীপুর ॥ দুঃসহ স্মৃতিকে ধারণ করে স্বজনহারা উপকূলীয় অঞ্চলের মানুষ ঘরে-ঘরে, মসজিদে-মসজিদে মিলাদ, দোয়া মাহফিল ও কোরানখানির আয়োজন করেছে।
×