ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুপার ওভার নয়, যুগ্ম চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৪:৩৩, ১২ নভেম্বর ২০১৪

সুপার ওভার নয়, যুগ্ম চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ দুবাইয়ে সদ্যসমাপ্ত আইসিসির বোর্ড সভায় আসন্ন ক্রিকেট বিশ্বকাপ (ফেব্রুয়ারি-র্মাচ ’১৫) নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নকআউট থেকে ফাইনাল পর্যন্ত সুপার ওভার থাকছে না। ফাইনালে যদি ফল না হয়, কিংবা টাই হয় তবে যুগ্মভাবে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে! আগে এক্ষেত্রে সুপার ওভারে মীমাংসা হতো। রবি ও সোমবার আইসিসির সভায় নতুন সিদ্ধান্ত গৃহীত হয়। একইভাবে কোয়ার্টার এবং সেমিফাইনালেও সুপার ওভার বন্ধ থাকবে, সেক্ষেত্রে গ্রুপ সেরাদেরই পরবর্তী ধাপে তুলে দেয়া হবে। এছাড়া প্রতিটি ম্যাচে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) থাকবে বলে জানানো হয়েছে। আইসিসির বোর্ড সভায় ক্রিকেটের দুর্নীতিদমনেও বেশ কিছু নতুন পদক্ষেপে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বাড়ানো হয়েছে পুরস্কারের অর্থ। গতবার বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় হয়ে যাওয়া বিশ্বকাপের সর্বমোট প্রাইজমানি ছিল ৮০ লাখ ১০ হাজার মার্কিন ডলার। শতকরা ২০ ভাগ বাড়িয়ে এবার তা করা হয়েছে ১ কোটি মার্কিন ডলার। শিরোপাজয়ী দল পাবে ৩৭ লাখ ৫০ হাজার, রানার্সআপ ১৭ লাখ ৫০ হাজার, সেমিফাইনালিস্ট ৬ লাখ ডলার করে। সেমিফাইনালে হেরে গেলে ৬০ হাজার ডলার। এছাড়া হার জিত যাই হোক অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য থাকবে নির্ধারিত পরিমাণ অর্থ। নিষিদ্ধ বোলারদের ব্যাপারে কঠোর অবস্থানেই রয়েছে আইসিসি। বোলিং এ্যাকশনে কনুইয়ের বাঁক অনুমিত ১৫ ডিগ্রীর বেশি হতে পারবে না, এ ব্যাপারে অটল সংস্থাটি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রয়েছে নিষিদ্ধ ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ করে দেয়া। নিজ দেশের বোর্ড চাইলে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা আগেই নিষিদ্ধরা ঘারোয়া ক্রিকেটে খেলতে পারবেন। তবে এ জন্য বোর্ডের পাশাপাশি আকসুর অনুমতিও লাগবে। ফলে মোহাম্মদ আমির-মোহাম্মদ আশরাফুলের মতো ক্রিকেটারদের ঘরোয়া ম্যাচে খেলার পথ সুগম হলো। নিজ দেশের বোর্ডের সঙ্গে ঝামেলার পর মধ্যপথে ভারত সফর বাতিল করে ক্লাবের হয়ে খেলছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা!
×