ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাক-সবজির রফতানি বাড়াতে পরিকল্পনা

প্রকাশিত: ০৫:৩৭, ১১ নভেম্বর ২০১৪

শাক-সবজির রফতানি বাড়াতে পরিকল্পনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শাক-সবজি রফতানি বৃদ্ধির লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরি করছে সরকার। এ লক্ষ্যে বাণিজ্য সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন কৃষি সচিব, শিল্প সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের একজন প্রতিনিধি। বাংলাদেশে উৎপাদিত শাক-সবজি, আলু ও পানপাতা এবং ফলমূল ব্যাকটেরিয়ামুক্ত উৎপাদন ও রফতানিযোগ্য করার বিষয় পরিবীক্ষণ ও সুপারিশ প্রণয়ন করবে এই কমিটি। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে বাংলাদেশে উৎপাদিত শাক-সবজি, আলু ও পানপাতা ইউরোপিয়ান ইউনিয়নে রফতানির ক্ষেত্রে বাধাসমূহ দূর করতে কর্মপরিকল্পনা তৈরি করার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় ক্ষতিকারক ব্যাকটেরিয়া, রোগবালাই ও পোকামাকড় দূর করে সবজির উৎপাদন বৃদ্ধি, উপযুক্ত ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করে গ্রহণযোগ্য সার্টিফিকেটসহ ইউরোপিয়ান ইউনিয়নে রফতানির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এক্ষেত্রে বিরাজমান সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করে উল্লিখিত পণ্য ইউরোপিয়ান ইউনিয়নে রফতানি বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রফতানি বাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ¦ল করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ প্রদান করা হয়। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. শেলীনা আফরোজা, কৃষি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে অতিরিক্ত সচিব স্বপন কুমার সাহা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
×