ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ব্যবস্থা নেয়া আবশ্যক

প্রকাশিত: ০৫:২৮, ১১ নভেম্বর ২০১৪

ব্যবস্থা নেয়া আবশ্যক

প্রশাসনের বড় কর্মকর্তা পাঁচ সচিব। মুক্তিযুদ্ধের ভুয়া সনদপত্র গ্রহণ করেছেন যা অত্যন্ত অরুচিকর এবং দ-নীয় অপরাধ। তাঁরা যে অপরাধ করেছেন, তা কোনরকম ক্ষমার যোগ্য নয়। মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা সেজে সরকারী সুযোগ-সুবিধা গ্রহণ করা কিংবা চাকরি নেয়া মারাত্মক অপরাধের পর্যায়ে পড়ে। তাই জাল সনদ গ্রহীতা সচিবদের চাকরিচ্যুতির সঙ্গে সঙ্গে তাদের অর্জিত সকল স্থাবর-অস্থাবর সম্পদ যেন বাজেয়াপ্ত করা হয়। এই প্রকৃত অপরাধীরা যদি পার পেয়ে যায়, তাহলে ভবিষ্যতে আরও বেশি বেশি অপরাধ করতে সাহস করবেন সরকারী কর্মকর্তারা। তাই এ ব্যাপারে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তথা মাননীয় মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আকম মোজাম্মেল হক এর বিনীত অনুরোধ জানাই যেন ভুয়া সনদ শুধু বাতিল নয়, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বপ্রকার শাস্তির বিধান প্রয়োগ করা হোক। রণজিৎ মজুমদার সোনাগাজী, ফেনী
×