ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, আটক ২

প্রকাশিত: ০৫:১১, ১১ নভেম্বর ২০১৪

মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, আটক ২

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ভাল চাকরি দেয়ার কথা বলে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর প্রাক্কালে সোমবার সকালে আড়াইহাজার উপজেলার গোপালদি এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৩ যুবককে। গ্রেফতারকৃতরা হচ্ছে একই উপজেলার রামচন্দ্রাদী এলাকার জাকির ও কলাগাছিয়া এলাকার লিটন। আড়াইহাজার থানার ওসি মোঃ আলমগীর জানান, গ্রেফতারকৃতরা মালয়েশিয়া নেয়ার কথা বলে নরসিংদী জেলার সদর উপজেলার কান্দাইল এলাকার কবির, আরিফ ও তাজুলকে রবিবার রাতে রামচন্দ্রাদী এলাকার একটি বাড়িতে এনে রাখে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ গোপালদি এলাকা থেকে তাদের গ্রেফতার করে। তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা স্বীকার করেছে গ্রামের সরল যুবকদের প্রলোভনদেখিয়ে প্রথমে টেকনাফ নিয়ে যায়। সেখানে আটকে রেখে মোটা অঙ্কের টাকা আদায় করে। পরে মালয়েশিয়া পাঠানোর কথা বলে তুলে দেয়া হয় ট্রলারে। মূলত দালাল হিসেবে কাজ করে তারা। প্রতিজনের জন্য ৫ হাজার টাকা করে দেয়া হয় তাদের। চক্রের অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×