ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সীমান্ত থেকে বিজিবি ১০ মাসে উদ্ধার করে ৭৪৬ কোটি টাকার পণ্য

প্রকাশিত: ০৫:০৯, ১১ নভেম্বর ২০১৪

সীমান্ত থেকে বিজিবি ১০ মাসে উদ্ধার করে ৭৪৬ কোটি টাকার পণ্য

স্টাফ রিপোর্টার ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ১০ মাসে (দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৭৪৬ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ৫৩ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করেছে। এর মধ্যে অন্তর্মুখী চোরাচালানের আর্থিক মূল্য ৬৯৪ কোটি ১২ লাখ ৩০ হাজার পাঁচ শ’ সাতষট্টি টাকা এবং বহির্মুখী চোরাচালানের আর্থিক মূল্য ৫২ কোটি ৫১ লাখ ৫৯ হাজার চার শ’ ছিয়াশি টাকা। জানা যায়, এ সময়ে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়। এর মধ্যে রয়েছে ২১,৭৭,৫৫১ পিস ইয়াবা, ৩,৭৯,৭৪৩ বোতল ফেনসিডিল, ২,০২,৮২২ বোতল বিদেশী মদ, ৭,২৩৩ লিটার স্থানীয় মদ, ৩৭,৬৭০ ক্যান বিয়ার, ৫,৬৮৩ কেজি গাঁজা, ৯ কেজি ৮৩৮ গ্রাম হেরোইন, ১,১১,৯১৫টি নেশা জাতীয় ইনজেকশন, ২৪,৬৭,৩২৪টি উত্তেজক ট্যাবলেট এবং ৪,১৪,৯১৮টি বিভিন্ন প্রকারের ট্যাবলেট। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৭৭টি পিস্তল, ১০টি রিভলভার, ৫৩টি বিভিন্ন প্রকারের বন্দুক, ২৫টি বিভিন্ন প্রকার বোম, ৩৬৭ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি এবং ৩ বোতল গান পাউডার। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১,৪৬১ জনকে আটক করে নিকটস্থ থানায় সোপর্দ এবং ২৭,০৩১টি চোরাচালান মামলা দায়ের করা হয়। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ৯,২৮৭ জনকে আটক করা হয়, যার মধ্যে ২,৬০৭ জন বাংলাদেশীকে আটক করে থানায় সোপর্দ, আটককৃত ১৭১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ৯৮ জনকে স্বদেশে ফেরত ও ৭৩ জনকে থানায় সোপর্দ এবং আটককৃত ৪,০১৫ জন মিয়ানমার নাগরিককের মধ্যে ৪,০০৯ জনকে স্বদেশে ফেরত ও ৬ জনকে থানায় সোপর্দ করা হয়। আর সীমান্ত পথে অবৈধ পাচারের সময় ১,০১৯ জন নারী-শিশুকে উদ্ধার করা হয়।
×