ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিটি মেয়রসহ ৪শ’ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৫:০৫, ১১ নভেম্বর ২০১৪

সিটি মেয়রসহ ৪শ’ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১০ নবেম্বর ॥ গাজীপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সিটি মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে প্রধান আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪০ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৪ শতাধিক বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পুলিশের কাজে বাধা এবং বেআইনীভাবে জড়ো হয়ে হাঙ্গামা সৃষ্টি ও মারধর করে পুলিশকে আহত করার অভিযোগে জয়দেবপুর থানার এসআই মাহমুদ হাসান বাদী হয়ে রবিবার রাতে মামলাটি দায়ের করেন। এদিকে সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে আটক ৫ জনকে ওই মামলায় আসামি করে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আটককৃতরা হলেন ছাত্রদল নেতা সোহেল রানা (৩০), আবু সালেহ (২৮), আজিজুল ইসলাম (২৭), নান্টু (২৯) ও আনোয়ার হোসেন (৩০)। এজাহারে উল্লেখ করা হয়, রবিবার দুপুরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আন্তঃকোন্দলের ফলে নিজেরাই নিজেদের মধ্যে গোলযোগ শুরু করে।
×