ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গবেষণার ভিত্তিতে কর্মী নিয়োগের ব্যবস্থা

১৫৭ দেশে জনশক্তি রফতানির বাজার তৈরিতে বিশেষ টিম

প্রকাশিত: ০৫:০০, ১১ নভেম্বর ২০১৪

১৫৭ দেশে জনশক্তি রফতানির বাজার তৈরিতে বিশেষ টিম

ফিরোজ মান্না ॥ বিশ্বের ১৫৭টি দেশে জনশক্তি রফতানির বাজার তৈরির জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ টিম গঠন করেছে। এই টিম কোন কোন দেশে কি ধরনের শ্রমবাজার রয়েছে তার ওপর গবেষণা করে মন্ত্রণালয়ে উপস্থাপন করেছে। এর গবেষণার ভিত্তিতে কর্মী নিয়োগের জন্য মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে। প্রথম ধাপে গঠিত টিম মালয়েশিয়া সফর করে এসেছে। সেখানে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এরপর অন্য শ্রমবাজারগুলোও একে একে উদ্ধার করার জন্য মন্ত্রণালয় কাজ করে যাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. শওকত হোসেন জনকণ্ঠকে জানান, জনশক্তি রফতানির বাজার ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। গত মাসে ৩০ হাজারের বেশি কর্মী বিদেশে চাকরি নিয়ে গেছেন। মালয়েশিয়া শ্রম বাজারের সুখবর রয়েছে। মালয়েশিয়া কর্মী নিয়োগ কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা আমাদের বৈঠক হয়েছে। সেখানে তারা আমাদের জানিয়েছেন, তারা পাঁচটি সেক্টরে কর্মী নিয়োগ করবে। এর মধ্যে কৃষি সেক্টরের জি টু জি পদ্ধতিতে কর্মী পাঠানো হচ্ছে। এই সেক্টরে ১০ হাজার কর্মী নেয়ার কথা রয়েছে। কিন্তু তিন দফায় দেড় হাজারের মতো কর্মী নিয়োগ দিয়ে পরে কর্মী নিয়োগ স্থগিত রেখেছে দেশটির কর্তৃপক্ষ। মালয়েশিয়া কর্মী নিয়োগ স্থগিত হয়নি। কর্মী নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। নিয়োগ হচ্ছে ঠিকই-কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় গতি একটু কমেছে। এখন থেকে আবার কর্মী নিয়োগ শুরু হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়, আইন মন্ত্রণালয়, বিএমইটি এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি মালয়েশিয়ায় ৫ দিন অবস্থান করে দফায় দফায় বৈঠক করে। মালয়েশিয়ায় কর্মী নিয়োগের বিষয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধি দল পাঠানোর উদ্যোগ নেয়া হয়। মালয়েশিয়ায় কর্মী নিযোগে গতিশীলতা আনাই ছিল এই সফরের উদ্দেশ্য। যারা বলছে মালয়েশিয়া কর্মী নিয়োগ বন্ধ রয়েছে তারা ঠিক বলছে না। নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। দেশটির কোম্পানিগুলোর চাহিদার ওপর ভিত্তি করে আমরা কর্মী পাঠাচ্ছি। এখানে কোন মধ্যস্বত্বভোগী নেই। যারা সরকারের এই উদ্যোগকে সমালোচনা করছেন তারা বিষয়টি নিয়ে একটা মিথ্যাচার করে যাচ্ছেন।
×