ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেরদৌস আরার ‘নজরুল সঙ্গীতসমগ্র-২’

প্রকাশিত: ০৫:৫৩, ১০ নভেম্বর ২০১৪

ফেরদৌস আরার ‘নজরুল সঙ্গীতসমগ্র-২’

স্টাফ রিপোর্টার ॥ নজরুলসঙ্গীত শিল্পী ফেরদৌস আরার কণ্ঠে প্রকাশ হলো নজরুল সঙ্গীতসমগ্র-এর দ্বিতীয় খ-। প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। এই প্রথম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীতসমগ্র ধারাবাহিকভাবে প্রকাশনার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোপূর্বে নজরুল সঙ্গীতসমগ্র-এর প্রথম খ- প্রকাশ হয়েছে একই প্রতিষ্ঠান থেকে। এ্যালবামটি প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে চ্যানেল আই কার্যালয়ে এক প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকাশনা অনুুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাবিবুর রহমান, সাবেক আইজিপি ও সংস্কৃতি সচিব মোদাব্বির হোসেন চৌধুরী, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, শিল্পী ফেরদৌস আরা, আমীরুল ইসলাম, রবিন খান প্রমুখ। দ্বিতীয় খ-ের এই অডিও সিডিতে থাকছে নজরুলের ১২টি গান। গানগুলো হলো- ‘হে প্রিয় আমারে দিবনা ভুলিতে’, ‘খেলিছ এ বিশ্বলয়ে’, ‘মোর প্রিয়া হবে এসো রানী’, ‘মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই’, ‘মনে পড়ে আজ সে কোন জনমে’, ‘অম্বরে মেঘ-মৃদঙ্গ বাজে’, ‘মোর না মিটিতে আশা’, ‘আমি গগন গহনে সন্ধ্যা তারা’, ‘নিশি-পবন’, ‘নিশি-পবন’, ‘আমার হাতে কালি মুখে কালি’, ‘ওকে নাচের ঠমকে’ এবং ‘সুরে ও বাণীর মালা দিয়ে’। এ এ্যালবামের সঙ্গীত তত্ত্বাবধানে ছিলেন ইদ্রিস আলী, সঙ্গীতে সুজেয় শ্যাম।
×