ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবারও লাইভ অনুষ্ঠানে শিল্পী ধ্রুব

প্রকাশিত: ০৫:৫৩, ১০ নভেম্বর ২০১৪

আবারও লাইভ অনুষ্ঠানে শিল্পী ধ্রুব

স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয়বারের মতো টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ধ্রুব। সম্ভাবনাময় এই কণ্ঠশিল্পী মোহনা টিভির একটি লাইভ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন আজ। সেলিব্রেটিদের আড্ডা বিষয়ক এই অনুষ্ঠানের নাম ‘ভাল আছি ভাল থাক’। অনুষ্ঠানে গল্প আড্ডার মাধ্যমে সঙ্গীতশিল্পী ধ্রুব তাঁর সঙ্গীত জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরবেন। এছাড়া ফোনে সরাসরি দর্শকের বিভিন্ন প্রশ্ন উত্তর দিবেন। তন্ময় তানিয়ার উপস্থাপনায় ‘ভাল আছি ভাল থাক’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাজিরুল ইসলাম আকাশ। অনুষ্ঠানটি আজ সোমবার রাত ৮ টায় মোহনা টিভিতে প্রচার হবে। এর আগে একুশে টিভির একটি লাইভ অনুষ্ঠানে অংশ নেন শিল্পী ধ্রুব। প্রসঙ্গত, শিল্পী ধ্রুবর ‘শুধু তোমার জন্য’ শিরোনামের একটি একক এ্যালবাম সম্প্রতি বাজারে এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস। সম্পূর্ণ মৌলিক ও আধুনিক এবং ফোক ঘরনার ৮টি গান দিয়ে সাজানো হয়েছে এ্যালবামটি। এ্যালবামে বিশেষ একটি গানে ধ্রুবর সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। এ্যালবামের গানগুলো লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল, প্লাবন কোরেইশী, ইমন, রাব্বী। এ্যালবামের সবগুলো গানের সঙ্গীতায়জন করেছেন তরিক। এ্যালবামের গান গুলো হলো শুধু তোমার জন্য, পরান পাখি, যে পাখি ঘর বোঝে না, ফিরে যাবার নেইতো উপায়, বিশ্বাস কর আর নাই বা কর উল্লেখযোগ্য। এ্যালবামটি সম্পর্কে ধ্রুব জনকণ্ঠকে বলেন, গানের প্রতি প্রচ- ভাল লাগা থেকেই সঙ্গীত জগতে আসা। সেই ভাল লাগার বহির্প্রকাশ আমার এই প্রথম এ্যালবাম। এর মাধ্যমে গান নিয়ে আমার পথচলা মাত্র শুরু করলাম। অনেক দূর এগিয়ে যেতে চাই এই পথ দিয়ে। তিনি বলেন, আমি আমার এ্যালবামের গানগুলোকে এমনভাবে তৈরি করেছি যাতে গানগুলো হাজার বছর বেঁচে থাকে। সবগুলো গানেরই সুর ও সঙ্গীত অনেক সময় নিয়ে ও যতœ নিয়ে করেছি। আামর পছন্দের শিল্পী বেবী নাজনীনকে দিয়েও একটি গান আমি করিয়েছি। আশা করি সবগুলো গানই শ্রোতাদের ভাল লাগবে। শ্রোতাদের ভাল লাগলেই আমার শ্রম স্বার্থক হবে বলে মনে করি।
×