ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মোদির দত্তক নেয়া গ্রামে কোন মুসলমান নেই

প্রকাশিত: ০৫:৪৮, ৯ নভেম্বর ২০১৪

মোদির দত্তক নেয়া গ্রামে কোন মুসলমান নেই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার আনুষ্ঠানিকভাবে একটি গ্রাম দত্তক নিয়েছেন। ওই গ্রামে একজনও মুসলমান নেই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ২০০৬ সালে ওই গ্রামটি দত্তক নিয়েছিল। খবর টাইমস অব ইন্ডিয়া। মোদির নির্বাচনী আসন উত্তর প্রদেশের মন্দির শহর বারানসী থেকে ৩০ কিলোমিটার দূর জয়াপুর গ্রামকে তিনি দত্তক নিলেন। গ্রামটি কুর্মি সম্প্রদায় অধ্যুষিত। লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপির একমাত্র মিত্র আপনা দলের চিরচরিত ভোটব্যাংক ওই গ্রাম। মোদি শুক্রবার বলেছেন, লোকসভা নির্বাচনের প্রচারাভিযানের সময় তিনি প্রথম এই গ্রামের নাম শুনেছিলেন। এ কারণেই তিনি এটিকে দত্তক নিলেন। সম্প্রতি গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। মোদি মনে করেন, এমন সময়ে যদি প্রামবাসীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায়, তাহলে তা দীর্ঘস্থায়ী হবে। এদিকে বিজেপির এক নেতা বলেছেন, প্রধানমন্ত্রীর নির্বাচিত গ্রামে কোন মুসলমান নেই, এটা কাকতালীয় ঘটনা। উন্নয়নের জন্য গ্রাম দত্তক নেয়ার এই প্রকল্পের নাম সাংসদ আদর্শ গ্রাম যোজনা।
×