ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এশিয়ান রেডিওতে ‘অর্জন’ ব্যান্ডের গান

প্রকাশিত: ০৫:৩৬, ৯ নভেম্বর ২০১৪

এশিয়ান রেডিওতে ‘অর্জন’ ব্যান্ডের গান

স্টাফ রিপোর্টার ॥ ‘নতুন কিছু করো, একটা নতুন কিছু করো’। ‘পোষ মানা এ প্রাণ’ বাঙালী সন্তানকে দ্বিজেন্দ্রলাল রায় তগাদা দিলেও নতুন কিছু করা সত্যিই দুরূহ কাজ। তবে নতুন করে কিছু করাটা মোটেও দুরূহ কিছু নয়। এই ‘নতুন করে করার তাগিদ থেকেই ব্যান্ড দল অর্জনের পথ চলা শুরু। আজ রবিবার দুপুর ১২টায় এশিয়ান রেডিওতে লাইভ শো করবে নবাগত ব্যান্ডদল অর্জন। এ বিষয়ে দলের ভোকাল ও রিদম গিটারিস্ট লালন মাহমুদ বলেন, খুব শীঘ্রই আমাদের প্রথম এ্যালবাম প্রকাশ করতে যাচ্ছি। এ্যালবামের বেশিরভাগ কাজ ইতোমধ্যে সেরে ফেলেছি। এশিয়ান রেডিও শোতে আমরা মূলত ‘নীড় হারা পাখি’, ‘মাঝ রাতের জোৎস্না’, ‘দৃষ্টির অগোচরে’, ‘মরীচিকা এবং প্রশ্ন’ এবং ‘কল্পনার সাগরে’সহ এ্যালবামে প্রকাশিতব্য গানগুলিই গাইব। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকেন্দ্রিক অর্জন দলের যাত্রা শুরু ২০১৩ সালে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইয়েদ মাহমুদ উল্লাহ (লালন মাহমুদ) তাঁর বন্ধু সঙ্গীত বিভাগের শিক্ষার্থী আসিফ ইমনকে নিয়ে দলটির কার্যক্রম শুরু করেন। অর্জনের কোন এ্যালবাম না থাকলেও স্টেজ শো, টিভি শো এবং রেডিও শো’তে নিয়মিতই গান করছে দলটি। মানবতা, প্রেম, দ্রোহ, স্বদেশ ও সমাজ সচেতনতামূলক গানের মধ্য দিয়ে ইতোমধ্যে বেশ পরিচিতি অর্জন করেছে নতুন এই দলটি। দলে লিড গিটারে রয়েছেন তানভীর হৃদয় ও আব্রাহাম শান্ত, বেস গিটারে রিভু আনন, ড্রামসে আশরাফ ইজলাম এবং ভোকাল ও রিদম গিটারে লালন মাহমুদ। এছাড়া সায়ওন, সায়ওক এবং ইমেইল দলটিতে ব্যাকআপ সদস্য হিসেবে কাজ করছেন।
×