ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভালুকায় কিশোর অপহরণ ॥ দুই লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রকাশিত: ০৫:১৯, ৯ নভেম্বর ২০১৪

ভালুকায় কিশোর অপহরণ ॥ দুই লাখ টাকা মুক্তিপণ দাবি

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ৮ নবেম্বর ॥ ভালুকায় মাহবুব আকন্দ (১৫) নামে এক কিশোর অপহরণের দুইদিন পর শনিবার ভোর রাতে পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। অপহৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব ভালুকা গ্রামের জামাল উদ্দিন আকন্দের কিশোর ছেলে মাহবুব আকন্দ গত ৫ নবেম্বর সন্ধ্যায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ফায়ার সার্ভিস এলাকায় যাওয়ার পর রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে মাহবুবকে খুঁজে না পেয়ে তার পিতা জামাল উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-২০১) করেন। নিখোঁজের দুইদিন পর শনিবার ভোররাতে অপহরণকারীরা অপহৃত মাহবুব আকন্দের পিতা জামাল উদ্দিনের মোবাইল নম্বর ০১৭৯০-৬৩৫৪১৬ এবং তার ফুফাতো ভাই সবুজের ০১৯২৫-১৭৩৮১২ মোবাইল নম্বরে ০১৯৫৫-০৪৮৯৭৩, ০১৮৬৮-৩৭১৯২৯, ০১৮২৯-২৬১৭৬৩ নম্বর থেকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভালুকা মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, যেসব মোবাইল নম্বর থেকে অপহৃতার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ।
×