ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলেটের জলমহাল নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ৪০

প্রকাশিত: ০৫:১৯, ৯ নভেম্বর ২০১৪

সিলেটের জলমহাল নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ৪০

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শনিবার ভোররাত ৩টায় গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি গ্রামে জলমহাল দখলকারীদের সঙ্গে গোয়াইনঘাট থানা পুলিশের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ১৯ পুলিশসহ ৪০ জন আহত হয়েছেন। এ সময় শতাধিক রাউন্ড গুলিবর্র্ষণের ঘটনা ঘটে। পুলিশ ৫ জনকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে বীরকুলি গ্রামের আব্দুল মনাফের নেতৃত্বে তার বাহিনী থুবরী শিলচান গ্রুপ জলমহাল দখলের প্রস্তুতি চালায়। গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই শতাধিক পুলিশ নিয়ে শনিবার ভোররাত আড়াইটার দিকে বীরকুলি গ্রামে অভিযান চালান। এ সময় সংঘর্ষে ১৯ পুলিশ আহত হন। এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় আব্দুল মনাফকে প্রধান আসামি করে শতাধিক আসামির নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলেন- মৃত আতাউর রহমানের ছেলে মনির উদ্দিন (৪০), আব্দুস সালামের ছেলে কামাল উদ্দিন (১৬), আব্দুল হকের মেয়ে নাজমা বেগম (২৮), মনির উদ্দিনের স্ত্রী ছালেহা খাতুন (২৬)।
×