ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টেস্ট শুরু আজ

প্রকাশিত: ০৫:১৬, ৯ নভেম্বর ২০১৪

পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টেস্ট শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ পয়মন্ত আরব আমিরাতে এবার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আজ। আমিরাত পাকিস্তানের জন্য কতটা লাকি গ্রাউন্ডÑ তার প্রমাণ অস্ট্রেলিয়ার সঙ্গে সদ্যসমাপ্ত সিরিজ, যেখানে কুলীন অসিদের ২-০তে হোয়াইটওয়াশ করে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের তৃতীয়স্থানে উঠে আসে মিসবাহ-উল হকের দল! অন্যদিকে নিজেদের হারিয়ে খোঁজা ব্রেন্ডন ম্যাককুলামের নিউজিল্যান্ড আছে সপ্তমস্থানে। শক্তি-সামর্থ্য, পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্ম সব বিচারেই এগিয়ে পাকিস্তান। তবে দলটির বড় শত্রু ‘চিরায়ত আনপ্রেডিক্টেবল’ চরিত্র, যাঁদের নিয়ে পূর্বানুমান অসম্ভব! পাকিস্তান কতটা আত্মবিশ্বাসী তার প্রমাণ নির্বাচক মঈন খানের অস্ট্রেলিয়া সিরিজের দল অপরিবর্তিত রাখার পাশাপাশি আবুধাবির সেই একাদশ নিয়েই মাঠে নামার অগ্রীম ঘোষণা! মূল একাদশেও পরিবির্তন আসছে না বলে পরিষ্কার করেছেন তিনি। ‘আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য আগের দলটিই রাখা হবে। পরিবর্তনের কোন মানে খুঁজে পাইনি আমরা।’ বিষয়টার ব্যাখ্যা দিতে গিয়ে অস্ট্রেলিয়া সিরিজের সাফল্যকেই সামনে টেনে আনেন তিনি। আরও যোগ করেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমরা গর্বিত। এখন প্রয়োজন কেবল ধারাবাহিকতা ধরে রাখা। অমন একটি সাফল্যের পর স্বাভাবিকভাবেই সবার মধ্যে বাড়তি আত্মবিশ্বাস কাজ করবে। সবাই যাতে নির্ভার হয়ে সামর্থ্যরে সেরাটা দিতে পারে তাই একাদশেও পরিবর্তন না আনার সিদ্ধান্ত আগেভাগে জানানো হয়েছে।’ এশিয়া কাপ, টি২০ বিশ্বকাপ, শ্রীলঙ্কা সফরÑ বছরজুড়ে ব্যর্থতার পর ওই সিরিজটি খেলতে নামে মিসবাহর দল। অবৈধ বেলিং এ্যাকশনের দায়ে ছিলেন না তুখোড় স্পিনার সাঈদ আজমল। সব মিলিয়ে বেহাল দশায় শুরু হয়েছিল লড়াই। ওই অবস্থায় কেবল জয় নয়, ব্যক্তিগত নৈপুণ্যেও একাধিক রেকর্ড গড়ে তারা। দীর্ঘ ২০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়, ৩১ বছরে প্রথমবারের মতো কুলীন অসিদের হোয়াইটওয়াশসহ নানা কীর্তি গড়ে মিসবাহ-ইউনুসরা। দুবাইয়ে প্রথম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির পর আবুধাবিতে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ৯২ বছরের ইতিহাস ভেঙ্গে দেন ইউনুস।
×