ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রিটিশ-এশীয় প্রধানমন্ত্রী দেখে যেতে চান ক্যামেরন

প্রকাশিত: ০৫:২৯, ৭ নভেম্বর ২০১৪

ব্রিটিশ-এশীয় প্রধানমন্ত্রী দেখে যেতে চান ক্যামেরন

ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, তিনি তার জীবদ্দশায় একজন ব্রিটিশ-এশীয়কে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দেখে যেতে চান। মধ্য লন্ডনে জিজিটু লিডারশিপ এ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। ব্রিটেনে এশীয় বংশোদ্ভূত নাগরিকদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও সফলদের এই পুরস্কার দেয়া হয়। চলতি বছরের এরূপ প্রভাবশালীদের তালিকার শীর্ষে আছেন সংস্কৃতি সচিব পাকিস্তানী বংশোদ্ভূত সাজিদ জাভেদ। খবর টেলিগ্রাফ অনলাইনের। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমি ব্রিটিশ এশীয়দের শুধু রাষ্ট্রীয় পদের কোটা পূরণে দেখতে চাই না। আমাদের অতীত পরিচয় যাই হোক না কেন ব্রিটিশ হিসেবে আমরা কি অর্জন করেছি তা আমাদের বড় করে চিন্তা করতে হবে। যখন আমি ‘স্যার, ইয়োর অনার বা রাইট অনারেবল’ এই শব্দগুলো শুনি, তখন আমি চাই এগুলো এশীয় বংশোদ্ভূত ব্রিটিশরাও শুনতে পাবে। তিনি আরও বলেন, একদিন আমি একজন ব্রিটিশ এশীয়র নামের পাশে প্রধানমন্ত্রী উপাধি শুনতে চাই। ক্যামেরন বলেন, আমি জাভেদকে নিয়ে খুবই গর্বিত এবং আমি এই প্রতিভাবান এশীয়কে আমার মন্ত্রিসভায় যোগ দেয়ার অনুরোধ করেছি। আজকের ব্রিটেনেও জাতিগত সংখ্যালঘুদের খুব কমই শীর্ষ অবস্থানে আছেন। ১৬তম বার্ষিক জিজিটু লিডারশিপ এ্যাওয়ার্ড ২০১৪-এর তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন শান্তিতে নোবেল জয়ী ১৭ বছর বয়সী মালালা ইউসুফজাই।
×