ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি

প্রস্তুতি নিচ্ছেন ওবামা

প্রকাশিত: ০৫:২৯, ৭ নভেম্বর ২০১৪

প্রস্তুতি নিচ্ছেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মধ্যবর্তী নির্বাচনে জয়ী রিপাবলিকান কংগ্রেস সদস্যদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তিনি ধৈর্য্য সহকারে কঠিন পরিস্থিতির মোকাবেলারও প্রস্তুতি নিচ্ছেন। তিনি অভিবাসন সংস্কারসহ তাঁর এজেন্ডা রক্ষা করতে তাঁদের ছাড়াই কাজ করবেন বলে সতর্ক করে দিয়েছেন। রিপাবলিকানরা মঙ্গলবার নির্বাচনে ঐতিহাসিক সাফল্য অর্জন করেন এবং তাঁরা এখন আইনসভা কংগ্রেসের উভয় কক্ষই নিয়ন্ত্রণ করছেন। তাঁদের হাতে ওবামার ডেমোক্র্যাটিক পার্টি শোচনীয়ভাবে পরাজিত হয়। ওবামা নতুন ক্ষমতাপ্রাপ্ত কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের সঙ্গে আপোস করে রাজনৈতিক অচলাবস্থা দূর করতে তার শেষ দু’বছর কাজে লাগাবেন বলে জানান। আর এভাবে তিনি আমেরিকান ভোটারদের হতাশা লাঘব করার অঙ্গীকার ব্যক্ত করেন। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের আগামী নেতা মিচ ম্যাককোনেল বলেন, তিনি অকার্যকর সিনেটকে সক্রিয় করে তুলে একে দিয়ে বিল পাস করবেন। খবর এএফপি, বিবিসি ও ওয়াশিংটন পোস্টের। ওবামা জোর দিয়ে বলেছেন, তিনি আগামী দু’বছরকে যথাসম্ভব ফলপ্রসূ করে তুলতে নতুন কংগ্রেসের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। উভয়পক্ষই বার সংস্কার বিল পাস করা এবং অচল হয়ে থাকা দুটি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির অনুমোদন করাকে দু’পক্ষের মধ্যকার সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে উল্লেখ করেছেন। ওবামা বলেছেন, তিনি পশ্চিম আফ্রিকায় ইবোলা বিস্তার রোধ এবং ইরাক ও সিরিয়ায় জিহাদীদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সামরিক ব্যবস্থা অনুমোদনের ক্ষেত্রেও নতুন কংগ্রেসের সহায়তা চাইবেন। কিন্তু প্রেসিডেন্ট ওবামার মেয়াদের বাকি দু’বছরের আইনসভায় তাঁর জন্য কোন শক্তিশালী সমর্থন ভিত্তি থাকবে না। এ অবস্থায় তিনি বলেন, তিনি অভিবাসন সংস্কার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন। তিনি সতর্ক করে দেন যে, তিনি অবৈধ অভিবাসী বহিস্কার হ্রাস এবং সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে নিজের উদ্যোগেই কাজ করবেন। তিনি জানান, নতুন কংগ্রেস এক ব্যাপকভিত্তিক দ্বিদলীয় অভিবাসন সংস্কার বিল পাসের লক্ষ্যে অগ্রগতি অর্জন করে কিনা তাও দেখার জন্য অপেক্ষা না করেই তিনি চলতি বছর নির্বাহী ব্যবস্থা নেবেন।
×