ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেখ জামালের কোচ হিসেবে মারুফ ভুটান যাচ্ছেন!

প্রকাশিত: ০৫:৫৬, ৬ নভেম্বর ২০১৪

শেখ জামালের কোচ হিসেবে মারুফ ভুটান যাচ্ছেন!

কিংস কাপ ফুটবলে বাফুফের নিষেধাজ্ঞা নাও থাকতে পারে স্পোর্টস রিপোর্টার ॥ দুটি গ্রুপের নয়টি ক্লাব দল নিয়ে আগামী ১৫ নবেম্বর থেকে ভুটানের চানগ্লিমিথাং স্টেডিয়ামে শুরু হচ্ছে ফুটবল আসর ‘কিংস কাপ।’ এতে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের শীর্ষ দুটি দল শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড এবং ঢাকা আবাহনী লিমিটেড। জামালের কোচ হচ্ছেন একেএম মারুফুল হক। কিন্তু তাঁর একটি সমস্যা আছে। সেটি হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক নিষেধাজ্ঞার খ—গ ঝুলছে তাঁর ওপর। বাফুফের পেশাদার লীগ কমিটির বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করে এক বছরের জন্য নিষিদ্ধ হন মারুফ। পরে গত সেপ্টেম্বরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির সভায় মারুফুল হক আপীল করেন। সেই আপীলের রায়ে বাফুফে ডিসিপ্লিনারি কমিটি এক বছরের বহিষ্কারাদেশ কমিয়ে ছয় মাস করে। এছাড়া মারুফকে ৩০ হাজার টাকার যে জরিমানা করা হয়েছিল, সেটাও মওকুফ করে আপীল কমিটি। কিন্তু শেখ জামালের যখন ভুটানে কিংস কাপ খেলতে যাওয়ার প্রসঙ্গে আসে, তখনই মারুফের বিষয়টি উঠে আসেÑ যেহেতু তাঁর শাস্তির মেয়াদ এখনও শেষ হয়নি, তাই তিনি কি শেখ জামালের হয়ে ভুটান যেতে পারবেন তাদের কোচ হিসেবে? এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘কোচ মারুফের শাস্তির মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। মারুফ সম্পর্কে বাফুফের সিদ্ধান্ত ছিল বাফুফে আয়োজিত যে কোন টুর্নামেন্ট কোন কর্মকা-েই সম্পৃক্ত হতে পারবেন না মারুফ, সেটা যে কোন ভূমিকাতেই হোক না কেন। তবে ভুটানে অনুষ্ঠিতব্য কিংস কাপের আয়োজক যেহেতু বাফুফে নয়, সেহেতু বাফুফে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, সেখানে মারুফের শেখ জামালের হয়ে খেলতে যেতে কোন বাধ্যবাধকতা নেই। তাছাড়া জামাল ইতোমধ্যেই তাদের প্লেয়ার লিস্ট পাঠিয়ে দিয়েছে ভুটান ফুটবল ফেডারেশনের কাছে। সেই তালিকাতেও দলের প্রধান কোচ হিসেবে আছে মারুফের নাম।’ তবে মারুফ ভুটান যেতে পারবেন কি না, এই সিদ্ধান্ত এখনই চূড়ান্তভাবে দিতে পারছে না বাফুফে। এ জন্য প্রয়োজন কিছু আনুষ্ঠানিকতার। আগামী শনিবার বিকেলে বাফুফে ভবনে অনুষ্ঠিত হবে পেশাদার লীগ কমিটির সভায় চূড়ান্ত হবে মারুফের সভায়। সেখানেই তাঁকে ভুটান যাত্রার ব্যাপারে সবুজ সঙ্কেত দেয়া হতে পারে আভাস দিলেন সোহাগ। উল্লেখ্য, এবারের কিংস কাপে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনাল খেলবে। ভুটানের এ টুর্নামেন্টে গত আসরে বাংলাদেশের দুই ক্লাব টিম বিজেএমসি ও আরামবাগ ক্রীড়া সংঘ অংশ নিয়েছিল। দুই দলই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। ২৯ ও ৩০ নবেম্বর সেমিফাইনাল এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। মজার ব্যাপার হচ্ছে, মারুফ শাস্তি পেয়েছিলেন শেখ রাসেলের কোচ থাকা অবস্থায় শেখ জামালের বিরুদ্ধে মাঠে নামা নিয়ে। অথচ শাস্তির পর তিনি হয়ে যান শেখ জামালেরই কোচ! গত ২৮ ফেব্রুয়ারি গণমাধ্যমে মারুফুল বলেছিলেন ‘মাঠে ঢুকেছি বিকেল ৪টায়। এখনও আছি। থাকব ৬টা পর্যন্ত। একজন কোচ হিসেবে যদি দলের প্লেয়ারদের জানাতে না পারি কবে তাদের লীগের ম্যাচ, যদি খেলা নিয়ে কোন প্ল্যানিং করতে না পারি, প্র্যাকটিস করাতে না পারি, শুধু বসে থাকতে হয় কবে আবার খেলার জন্য মাঠে নামতে হয়Ñ তাহলে এর চেয়ে প্রহসনের কি হতে পারে! আর এ প্রহসন করছে বাফুফের পেশাদার লীগ কমিটি। তারা আসলে অপেশাদার কার্যক্রম করছে। একটা লীগের খেলা পরিকল্পনা মতো চালাতে পারে না। এ জন্য আমি মনে করি তাদের পদত্যাগ করা উচিত! এটা সুস্পষ্ট লীগ কমিটি শেখ জামালের ফেভারে কাজ করছে। আইএফএ শিল্ড খেলে ফেরার পর তারা আমাদের জানায় ২৮ ফেব্রুয়ারি জামালের সঙ্গে লীগের ম্যাচ খেলতে হবে।
×