ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরানী মহিলা ভলিবল খেলোয়াড়ের কারাদ-

প্রকাশিত: ০৫:৫৪, ৬ নভেম্বর ২০১৪

ইরানী মহিলা ভলিবল খেলোয়াড়ের কারাদ-

স্পোর্টস রিপোর্টার ॥ ইরানী বংশোদ্ভূত এক ব্রিটিশ মহিলা ভলিবল খেলোয়াড়কে এক বছরের কারাদ- দিয়েছে ইরান আদালত। একটি আন্তর্জাতিক ভলিবল ম্যাচে জোর করে প্রবেশের চেষ্টাকালে তাঁকে পুলিশ গ্রেফতার করেছিল। কয়েক ঘণ্টা পর তাঁকে ছেড়ে দিলেও পরেরদিন আবার আটক করে পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে সরকারবিরোধী প্রচার চালানোর অপরাধে মামলা করা হয়। আর সে মামলাতেই ২৫ বছর বয়সী ঘনচেহ ঘাভামিকে এক বছরের জন্য কারাদ- দেয়া হলো। খবরটা নিশ্চিত করেছেন ঘাভামির আইনজীবী আলিজাদেহ তাবাতাবেঈ। এ বছর ২০ জুন আজাদি স্টেডিয়ামে ইরানের জাতীয় ভলিবল দল ইতালির বিরুদ্ধে ম্যাচ খেলতে মাঠে নামে। সে সময় জোর করে মাঠে ঢোকার চেষ্টা কালে পুলিশ আটক করে ঘাভামিকে। কয়েক ঘণ্টা পরেই তাঁকে ছেড়ে দেয়া হয়। কিন্তু পরদিন আবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। গত মাসে তাঁর বিরুদ্ধে মামলার বিচার কাজ শুরু হয়। ২৫ বছর বয়সী ঘাভামি রাজনৈতিকভাবে বেশ প্রভাবশালী হয়ে উঠছিলেন।
×