ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আশুরায় বিশেষ মোনাজাত, তাজিয়া মিছিল

প্রকাশিত: ০৪:৩৩, ৬ নভেম্বর ২০১৪

আশুরায় বিশেষ মোনাজাত, তাজিয়া মিছিল

স্টাফ রিপোর্টার ॥ যথাযথ মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও পালিত হয়েছে পবিত্র আশুরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশেই দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত, কোরানখানি ও তাজিয়া মিছিল বের করা হয়। বিশ্বের মুসলিম উম্মার কাছে দিনটি শোক আর ত্যাগের দিন হিসেবে পরিচিত। আশুরা উপলক্ষে এসব কর্মসূচীর মাধ্যমে কারবালার ঐতিহাসিক বেদনাবিধুুর ঘটনাকে স্মরণ করা হয়। আশুরা উপলক্ষে মঙ্গলবার শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে বের করা হয় তাজিয়া মিছিল। সকাল ১০টায় নাজিমুদ্দিন রোডের হোসেনি দালান থেকে সবচেয়ে বড় মিছিল বের করা হয়। মিছিলটি হায় হোসেন, হায় হোসেন মাতমের মধ্য দিয়ে বকশীবাজার, লালবাগ, আজিমপুর, নিউমার্কেট হয়ে ধানম-ি লেকে গিয়ে শেষ হয়। শিশু, যুবা, বৃদ্ধ ও মহিলাসহ হাজার হাজার মানুষ তাজিয়া মিছিলে অংশগ্রহণ করে। এ সময় অনেকে নিজের শরীরে আঘাত করে রক্তাক্ত করে। তাদের বিশ্বাস এর মাধ্যমে পরকালে মুক্তি মেলে। হোসেনি দালান ইমামবাড়া থেকে আরেক মিছিল বের করা হয় মধ্যরাতে। মিছিলটি নাজিমুদ্দিন রোড, চকবাজার, সারকুলার রোড, লালবাগ হয়ে, বকশীবাজার হয়ে ইমামবাড়ায় ফিরে আসে। এছাড়াও রাজধানীর মোহাম্মপুর, পল্টন, মগবাজার থেকেও শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে মিছিল বের করা হয়। এসব মিছিলে কেউ কেউ নিজের বুক চাপড়ে হায় হোসেন, হায় হোসেন বলে মাতম করতে থাকেন। পুরান ঢাকার ফরাশগঞ্জে বিবিকা রওজা থেকে মঙ্গলবার বিকেলে আশুরার আরেকটি মিছিল বের হয়। এ মিছিলকে বিবিকা ডোলা বলা হয়। বাংলাবাজার, চকবাজার, আজিমপুর, নিউমার্কেট হয়ে ধানম-ি লেকে গিয়ে মিছিলটি শেষ হয়। আশুরায় কারবালার ঐতিহাসিক বিয়োগান্তক ঘটনা স্মরণের মধ্য দিয়ে পালিত হলেও শিয়া সম্প্রদায়ের লোকেরা দিবসটি একটু ভিন্ন আঙ্গিকে পালন করে থাকে।
×