ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:০৪, ৬ নভেম্বর ২০১৪

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

জীববিজ্ঞান-২য় পত্র সুপ্রিয় ছাত্রছাত্রী, শুভেচ্ছা নিও। আশা করি, সবাই মন দিয়ে পড়াশোনা করছ। আজ তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ‘প্রাণিকোষ: বৈশিষ্ট্য ও কাজ অধ্যায়ের ওপর কিছু সাধারণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর উপস্থাপন করা হলো, যা বোর্ড (ফাইনাল) পরক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ। প্রশ্নোত্তরগুলো বোর্ড (ফাইনাল) পরীক্ষার জন্য সংরক্ষণ করে রাখবে এবং অনুশীলন করবে। ১.দেহের কোন গঠন বা একক কোন নির্দিষ্ট কাজ সম্পাদন করলে তাকে বলে- ক) কোষ খ) কলা গ) অঙ্ক ঘ) অঙ্গাণু ২. কোন অঙ্গাণুতে অঞচতৈরি হয়? ক) লাইসোসোম খ) মাইটোকন্ড্রিয়া গ) রাইবোসোম ঘ) গলজি বস্তু ৩. উঘঅ অণুর ডবল হেলিক্স মডেল কে আবিষ্কার করেন? ক) উইলিয়াম হার্ভে খ) ওয়াটসন ওক্সিক গ) রবার্ট হুক ঘ) লুই পাস্তুর ৪.নিউক্লিয়াস সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়? ক) এটি ক্রোমোসোম ধারণ করে খ) একে কোষের প্রাণকেন্দ্র বলা হয় গ) এটি কোষের সমস্ত জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে ঘ) এটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে। ৫. রাইবোসোমের প্রধান কাজÑ ক) আমিষ প্রস্তুতি খ) সালোকসংশ্লেষণ গ) শক্তি উৎপাদন ঘ) কোষ বিভাজন ৬.জঘঅ কয় সূত্রকে বিশিষ্ট? ক) এক খ) দুই গ) তিন ঘ) চার ৭.জীবনের ভৌতভিত্তিক নামÑ ক) রাইবোসোম খ) মাইটোকন্ড্রিয়া গ) প্রোটোপ্লাযম ঘ) গলজি বডি ৮. মাইটোকন্ড্রিয়ার আকৃতি কীরূপ? ক) তারকাকার খ) দ-াকার গ) ডিম্বাকার ঘ) স্ফটিকাকার ৯.কোষের মৃত্যু হলে কোন্ অঙ্গাণুটি কোষের বিনাশ ঘটায়? ক) রাইবোসোম খ) লাইসোসোম গ)মাইটোকন্ড্রিয়া ঘ) গলগি বডি ১০.নিচের কোনটি দ্বারা রাইবোসোম গঠিত? ক) প্রোটিন ও আর এন এ খ) হিস্টোন গ) ডি এন এও আর এনও ঘ) হিস্টোন ও আর এন এ ১১.প্লাজমিড কি? ক) জঘঅ খ) উঘঅ গ) ক্সোমোসোম ঘ) প্রোটিন ১২. জার্মপ্লাজম মতবাদ কে দেন? ক) আলেকজান্ডার ফ্লোমিং খ) অগাস্ট ভাইসম্যান গ) সালিম আলী ঘ) হর গোবিন্দ খরান্দ ১৩.কোন সালে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার হয়? ক) ১৯৩৫ খ) ১৯৪৫ গ) ১৯৫০ ঘ) ১৯৬০ ১৪.রাইবোসোমের গড় ব্যাস কত? ক) ১৫০ঞ্ঝ খ) ১৬০ঞ্ঝ গ) ১৭০ঞ্ঝ ঘ) ১৮০ঞ্ঝ ১৫.উঘঅ অণুর ‘ডাবল হেলিক্যাল’ গঠন কোস সালে আবিষ্কৃত হয়? ক) ১৯৫১ সাল খ) ১৯৫২ সাল গ) ১৯৫৩ সাল ঘ)১৯৫৪ সাল ১৬. কোন ধারণাটি কোষতত্ত্বের সাথে সম্পর্কিত? ক) সকল কোষই স্বউদ্ভূত খ) কোষ সকল জড়বস্তু গঠনের একক গ) কোষ সকল জীবন্ত বস্তুর কর্মকা-ের একক ঘ) সকল কোষই জেনেটিক্যালি অভিন্ন ১৭.ফ্লুইড মোজাইক মডেলের প্রবর্তক কে? ক) ড্যানিয়েল ও স্মিট খ) গর্টার ও গ্রেন্ডেল গ) ড্যানিয়েল ও ড্যাভসন ঘ) সিঙ্গার ওনিকলসন ১৮.কোন কোষটি শুধুমাত্র জননকোষে পাওয়া যায়? ক) স্নায়ুকোষ খ) হৃদকোষ গ) দেহকোষ ঘ) শুক্রাণু ও ডিম্বাণু ১৯. কাঁচা ফল হলুদ বর্ণ ধারণ করে নিচের কোনটির জন্য? ক) ক্রোমোপ্লাস্ট খ) লিউকোপ্লাস্ট গ) ক্লোরোপ্লাস্ট ঘ) কোনটিই নয় ২০. প্রাণিকোষে প্রোটোপ্লাজমীয় অংশ কয়টি? ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি ২১. নিউক্লিয়াস কত সালে আবিষ্কৃত হয়? ক) ১৮৩১ সালে খ) ১৮৩২ সালে গ) ১৮৩৩ সালে ঘ) ১৮৩৪ সালে ২২. কোষ আয়তনের শতকরা কত ভাগ মাইটোকন্ড্রিয়া? ক) ১০ ভাগ খ) ২০ ভাগ গ) ৩০ ভাগ ঘ) ৪০ ভাগ ২৩.চ-খ-চঅণুস্তর দিয়ে গঠিত ত্রিস্তর পর্দাকে একক পর্দা হিসেবে অভিহিত করেন কোন বিজ্ঞানী? ক) রবার্টসন খ) নিকলসন গ) ড্যানিয়েল ঘ) গর্টার ২৪. কোষের আকৃতি প্রদান করে কোনটি? ক) ভেসিকল খ) প্লাজমা মেমব্রেন গ) নিউক্লিয়াস ঘ) ম্যাট্্িরক্স ২৫.কোষের পানিসাম্য নিয়ন্ত্রণ করে নিম্নের কোনটি? ক) রাইবোসোম খ) সেন্ট্রিওল গ) ভ্যাকুওল ঘ) গলগি বডি ২৬. গলগি বড়ি আবিষ্কার করেন কে? ক) ক্যামিলো গলগি খ) হার্ভে গলগি গ) ডারসন গলগি ঘ) গর্টার ওগেন্ডেল ২৭. নিউক্লিয়ার মেমব্রেনে মোট কতটি রন্ধ রয়েছে? ক) ২০০টি খ) ৩০০টি গ) ৪০০টি ঘ) ৫০০টি উত্তরমালা: ১.ক ২.খ ৩.খ ৪.ঘ ৫.ক ৬.ক ৭.গ ৮.খ ৯.খ ১০.ক ১১.খ ১২.খ ১৩.খ ১৪.ক ১৫.গ ১৬.গ ১৭.ঘ ১৮.ঘ ১৯.ক ২০.গ ২১.ক ২২.খ ২৩.ক ২৪.খ ২৫.গ ২৬.ক ২৭.খ
×