ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নরসিংদীতে হামলা, আনসার সদস্যের অস্ত্র লুট ॥ তিন সংবাদকর্মী আহত

প্রকাশিত: ০৪:০৩, ৬ নভেম্বর ২০১৪

নরসিংদীতে হামলা, আনসার সদস্যের অস্ত্র লুট ॥ তিন সংবাদকর্মী আহত

গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ৫ নবেম্বর ॥ তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকালে গ্রামবাসীদেও হামলায় কর্তব্যরত আনসার সদস্যের রাইফেল লুট, চ্যানেল ৯ এর নরসিংদী প্রতিনিধি আইয়ুব খান সরকার (৪০), সময় টিভির ক্যামেরাপার্সন কাউছার আহমেদ (৪০) ও চ্যানেল ২৪-এর ক্যামেরা পার্সন লক্ষণ বর্মণ (২৮) গুরুতর হয়েছে। নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের মুলপাড়া গ্রামে বুধবার বেলা সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল হায়াত ও তিতাস গ্যাস নরসিংদীর ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলামের নেতেৃত্বে গ্যাস লাইন বিচ্ছিন্নকারী দল উল্লেক্ষিত স্থানে পৌঁছে প্রায় ৫শ’ অবৈধ গ্রাহকের সংযোগ লাইন বিচ্ছিন্ন করে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী বিচ্ছিন্নকারীদের উপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি পিটুনিতে কর্তব্যরত আনসার সদস্য আবুল কালাম (৪৫) রাইফেল ফেলে রেখে একটি পুকুরে ঝাঁপ দেয়। এ সময় গ্রামবাসীরা রাইফেলটি লুটে নেয়। ঘটনাটি উপস্থিত সংবাদকর্মীরা ক্যামেরাবন্দীকালে গ্রামবাসীদের রোষানলে পড়ে হামলার শিকার হয়। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করার পর আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশের্দ জামান ও অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকদের খোঁজখবর নেন। এ ব্যাপারে নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মোঃ কামাল হোসেনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
×