ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাগুরায় ফের সংঘর্ষ ॥ ২০ বাড়ি-দোকানে আগুন

প্রকাশিত: ০৪:০১, ৬ নভেম্বর ২০১৪

মাগুরায় ফের সংঘর্ষ ॥ ২০ বাড়ি-দোকানে আগুন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৫ নবেম্বর ॥ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে আবারও সোমবার রাতে ২০ বাড়ি, দোকানে হামলা ভাংচুর অগ্নিসংযোগের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। সময় ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। মঙ্গলবার মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মোঃ রাহাত আনোয়ার, পুলিশ সুপার জিহাদুল কবিরসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা গেছে, মহম্মদপুরের বালিদিয়া গ্রামে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মিনা ও আওয়ামী লীগ নেতা ইউনুস শিকদারের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ, ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সোমবার সকালের সংঘর্ষের পর রাতে দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ বাধে। এক পক্ষ অন্যপক্ষের বাড়ি ও দোকানে ভাংচুর এবং আগুন ধরিয়ে দেয়। ২০টি পরিবারের ঘর-দোকান আগুনে পুড়িয়ে দেয়া হয়।
×