ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁপাইয়ে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে বহুতল ভবন

প্রকাশিত: ০৪:৪২, ৪ নভেম্বর ২০১৪

চাঁপাইয়ে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে বহুতল ভবন

ঝুঁকিতে ভাড়াটেরা স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ পরিকল্পনা বা প্রকৌশলগত কোন ধরনের বাছ-বিচার না করে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। ফলে বড় ধরনের ঝুঁকিতে থাকা এ সব ভবন যে কোন সময় হেলে কিংবা ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। তার পরেও থেমে নেই বহুতল ভবন নির্মাণ। এলাকাটি পৌরসভার আওতায় না হলেও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কোয়ার্টার কিলোমিটার দূরত্বের মধ্যে বারঘরিয়া ইউনিয়নে। ১৯৯০ সালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহইচর এলাকায় মহানন্দা নদীর ওপর শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ সেতু নির্মাণের পর অপর পারের ইউপি বারঘরিয়া অঘোষিতভাবে শহরতলীত রূপান্তরিত হয়েছে। মাত্র ৪৪৮ মিটার সেতুটি পেরিয়ে অপর পারে পৌঁছলেই বারঘরিয়া। বিধায় একেবারে শহরের কাছাকাছি ও যোগাযোগ ব্যবস্থা ভাল থাকায় মানুষজন এই উপশহরে নানান কাজে ছুটে যাচ্ছে। অনেকে স্থায়ীভাবে থাকা কিংবা ভাড়াটিয়া হিসেবে বসবাসের জন্য যাওয়ার কারণে এলাকার চাহিদা বেড়েছে। পরিবেশ অনেকটাই শহরের মতো। তাছাড়া এই এলাকায় পলেটেকনিক ইনিস্টিটিউট ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের ফলে প্রচুর ছাত্রছাত্রী এসে অবস্থান নিয়েছে। তারা কাছাকাছি বাসস্থান ও মেস করে থাকার জন্য ভাড়া খোঁজায় এক শ্রেণীর উঠতি মহাজন ও টাকা পয়সাওয়ালারা বহুতল ভবন নির্মাণে হাত দিয়েছে। এ সব ভবন আবার সমতল ভূমিতে নির্মাণ না করে ৬০-৭০ ফিট ডিচ ও গর্ত ভরাট করে তড়িঘড়ি বহুতল ভবন নির্মাণ করছে। এ সব ভবনের অধিকাংশ আবাসিরা হয় ছাত্র কিংবা সরকারী তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী কিংবা ছোট ছোট ব্যবসায়ী।
×