ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের ওয়াগা সীমান্তে আত্মঘাতী বোমায় নিহত ৬০

প্রকাশিত: ০৪:৪১, ৪ নভেম্বর ২০১৪

পাকিস্তানের ওয়াগা সীমান্তে আত্মঘাতী বোমায় নিহত ৬০

পাকিস্তানের ওয়াগা সীমান্তে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত ও ১১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন নারী ও সাতটি শিশু রয়েছে। লাহোরের কাছে পাক-ভারত সীমান্ত শহরে রবিবার দুই দেশের পতাকা নামানোর পরেই বিস্ফোরণে কেঁপে ওঠে একটি পার্কিং এলাকা। পাক জঙ্গী সংগঠন জানদুল্লাহ ও তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) বিচ্ছিন্ন সংগঠন জামাত-উল-আহরার এই হামলার দায় স্বীকার করেছে। রবিবার সন্ধ্যায় ওয়াগা সীমান্তে দুই দেশের পতাকা নামানো দেখে ঘরে ফিরছিলেন বহু মানুষ। তখনই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের সীমান্তের ওই পার্কিং লট। ঘটনাস্থলেই মৃত্যু হয় বহু মানুষের। নিহতদের মধ্যে তিন পাক রেঞ্জার্সও রয়েছেন। আহতদের প্রথমে স্থানীয় ঘুরকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাঞ্জাবের সব হাসপাতালে জরুরী পরিসেবার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্ফোরণ নিয়ে রিপোর্ট চেয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। -ডন ও জিনিউজ অনলাইন
×