ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলে গেলেন বলিউড অভিনেতা সদাশিব অমরাপুরকর

প্রকাশিত: ০৪:২৬, ৪ নভেম্বর ২০১৪

চলে গেলেন বলিউড অভিনেতা সদাশিব অমরাপুরকর

সংস্কৃতি ডেস্ক ॥ বলিউডের প্রখ্যাত অভিনেতা সদাশিব অমরাপুরকর আর নেই। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরবুবহাই আম্বানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। প্রয়াত সদাশিবের বোন রেমা অমরাপুরকর জানান, গত অক্টোবর মাসে ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে গেলে ডাক্তাররা তাঁকে লাইফ সাফোর্টে রাখেন। তিনি আরও জানান, পৈত্রিক বাসস্থান আহমেদ নগরে আজ মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। প্রখ্যাত এই অভিনেতার মৃত্যুতে গোটা বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। প্রসঙ্গত, মহারাষ্ট্রের আহমেদ নগরে ১৯৫০ সালের ১১ মে এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পরিবারের লোকজন ও বন্ধুরা তাঁকে তাতিয়া নামে ডাকতেন। স্কুল ও কলেজ জীবন থেকে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। অভিনয় করেছেন থিয়েটারেও। তিনি ১৯৮৩ সালে গোবিন্দ নিহালানি পরিচালিত ‘অর্ধসত্য’ ছিল তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র। এ চলচ্চিত্রে রমা শেট্টি’র ভূমিকায় অভিনয় করে দর্শকের মন কাড়েন। শুধুমাত্র অভিনেতা হিসেবে নয়, লেখক ও পরিচালক হিসেবেও বহু পুরস্কার পেয়েছেন তিনি। হিন্দি, বাংলা, মরাঠি, ওড়িয়া এবং হরিয়ানভি ভাষা মিলিয়ে তিনশোরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত শেষ চলচ্চিত্র ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বম্বে টকিজ’। ১৯৮৩ সালে ‘অর্ধসত্য’ এবং ১৯৯১ সালে ‘সড়ক’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার পান। তাঁর অভিনীত অন্য চলচ্চিত্রগুলো হলো-‘হুকুমত’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘আঁখে’, ‘ইশ্ক’, ‘কুলি নম্বর ১’, ‘গুপ্ত’, ‘পুরানা মন্দির’, ‘বীরু দাদা’, ‘জওয়ানি’, ‘ফরিস্তে’ প্রভৃতি।
×