ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবশেষে আর্জেন্টিনা দলে তেভেজ

প্রকাশিত: ০৬:৪২, ২৯ অক্টোবর ২০১৪

অবশেষে আর্জেন্টিনা দলে তেভেজ

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ অপেক্ষার পালা শেষে অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলে ফিরেছেন কার্লোস তেভেজ। আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে ক্রোয়েশিয়া ও পর্তুগালের বিরুদ্ধে ম্যাচের জন্য তিনি দলে ডাক পেয়েছেন। এর ফলে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরছেন জুভেন্টাসের এই তারকা স্ট্রাইকার। ধারাবাহিক চৌকস নৈপুণ্যের কারণেই তাঁকে দলে ডেকেছেন কোচ জেরার্ডো মার্টিনো। আগামী ১২ নবেম্বর লন্ডনের ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠ আপটন পার্কে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ছয়দিন পর ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ডট্রাফোর্ডে পর্তুগালের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। ২০১১ সালের জুলাইয়ে নিজ দেশে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিরুদ্ধে পেনাল্টি মিস করেন। এরপর ছিটকে পড়েন স্বপ্নের জাতীয় দল থেকে। সে সময় কোচ আলেসান্দ্রো সাবেলাও খুব একটা পছন্দ করতেন না। তার আগে দিয়াগো ম্যারাডোনার সঙ্গেও ছিল মন্দ সম্পর্ক। তবে জেরার্ডো মার্টিনো দায়িত্ব নেয়ার পরই ইঙ্গিত দেন তেভেজকে ফেরানোর। জার্মানি, ব্রাজিল ও হংকংয়ের বিরুদ্ধে সুযোগ না পেলেও এবার ডাক পেলেন। জুভেন্টাসের হয়ে দুর্দান্ত খেলার স্বীকৃতি হিসেবেই জাতীয় দলে ফিরেছেন তেভেজ। জুভদের জার্সিতে লীগে গত মৌসুমে তেভেজ করেন ১৯ গোল। চলতি মৌসুমেও নিয়মিত গোল পাচ্ছেন। সিরি এ লীগে এখন পর্যন্ত ৮ ম্যাচে করেছেন ৬ গোল। সবমিলিয়ে ১০ ম্যাচে করেছেন ৮ গোল। ম্যারাডোনার দৃষ্টিতে ‘জনগণের খেলোয়াড়’ হিসেবে খ্যাত ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার সর্বশেষ ২০১১ সালে ঘরের মাটিতে কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছিলেন। এবার তার অপেক্ষা পালা শেষ হচ্ছে। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের ঘোষিত তালিকায় দেখা যায় লিওনেল মেসি, সার্জিও এ্যাগুয়েরো ও গঞ্জালো হিগুয়াইনের সঙ্গে চতুর্থ ফরোয়ার্ড হিসেবে তেভেজ দলভুক্ত হয়েছেন। সাবেক বোকা জুনিয়র্স, কোরিন্থিয়ান্স, ওয়েস্টহ্যাম, ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডের নতুন করে ডাক পাওয়ার মূল কারণ আগামী বছর চিলিতে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা কাপ। ওই আসরে শিরোপা পুনরুদ্ধারের মিশনে আর্জেন্টিনা বেশ জোরেশোরেই মাঠে নেমেছে। ৬৪টি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করা এই অভিজ্ঞ স্ট্রাইকার ২০০৬ ও ২০১০ সালে বিশ্বকাপ দলে ছিলেন। আর্জেন্টিনা দল ॥ গোলরক্ষকÑসার্জিও রোমেরো, উইলফ্রেডো কাবালেরো, নাহোয়েল গাজমান, ডিফেন্ডারÑনিকোলাস ওটামেনডি, ক্রিশ্চিয়ান আনসালডি, ফাকুনডো রোনকাগলিয়া, মার্কোস রোজো, মার্টিন ডেমিচেলিস, পাবলো জাবালেটা, ফেডেরিকো ফ্যাজিও, ফেডেরিকো ফার্নান্দেজ, ইজেকুয়েল গ্যারে, মিডফিল্ডারÑজ্যাভিয়ের মাশ্চেরানো, ইভার বানেগা, রবার্তো পেরেইরা, লুকাস বিগলিয়া, এ্যাঞ্জেল ডি মারিয়া, এরিক লামেলা, জেভিয়ার পাস্তোর, এনজো পেরেজ, নিকোলাস গেইটান, ফরোয়ার্ডÑকার্লোস তেভেজ, লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়াইন, সার্জিও এ্যাগুয়েরো।
×