ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিজয় ইন, আল আমিন আউট

প্রকাশিত: ০৬:৪১, ২৯ অক্টোবর ২০১৪

বিজয় ইন, আল আমিন আউট

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন এসেছে। পেস আক্রমণে ধার কমিয়ে ব্যাটিং আরও মজবুত করা হয়েছে। এ জন্য নেয়া হয়েছে এনামুল হক বিজয়কে। বাদ দেয়া হয়েছে পেসার আল আমিন হোসেনকে। এছাড়া প্রথম টেস্টের সবাই আছেন। বিজয় এখন আছেন কলকাতায়। কলকাতার ইডেন গার্ডেনের ১৫০ বছর উপলক্ষে চলমান একটি টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি শেষ হতেই দেশে ফিরে আসবেন বিজয়। খুলনায় ৩ নবেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেই টেস্টে অংশ নেবেন বিজয়। কেন আল আমিনকে সরিয়ে দিয়ে বিজয়কে নেয়া হলো? প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানালেন, ‘আমরা দলের উন্নতির জন্য সবসময়ই কাজ করি। কিভাবে আরও ভাল করা যায় সেই চিন্তাই করি। আমরা দেখেছি যে আমাদের অধিনায়ক যে কিনা ৬ নম্বরে ব্যাট করে আমাদের দলের সেরা ব্যাটসম্যান। কিন্তু তাঁর একজন ভাল পার্টনার দরকার। তাই আমরা ভেবেছি কিভাবে আরও শক্তিশালী সাপোর্ট তাঁকে দেয়া যায়। সাত ও আট নম্বরে শক্তিশালী সাপোর্ট প্রয়োজন। আমরা তাই বিজয়কে যুক্ত করেছি। তাঁকে যতটানা ওপেনার হিসেবে নেয়া হয়েছে, মিডলঅর্ডারের জন্যও ভাবা হচ্ছে। আমরা কোচের সঙ্গে কথা বলেছি। সেরা দলটাই করার চেষ্টা করেছি।’ ফারুক জয় নিয়ে খুবই উচ্ছ্বসিত, ‘আমরা জয় চাচ্ছিলাম। পেয়েছি। যে কোন সিরিজেই প্রথম ম্যাচে জয় অনেক গুরুত্বপূর্ণ। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে। আমরাই জিতেছি। দলকে ঐক্যবদ্ধ করতে জয়ের চেয়ে ভাল কিছুই হতে পারে না। যখন ক্লোজ ম্যাচ হারা হয় তখন স্বাভাবিকভাবেই মানসিক চাপ পড়ে। আত্মবিশ্বাসেও ঘাটতি পড়ে যায়। প্রথম টেস্টে জয়টি সবার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। মানসিকভাবেও আরও শক্তিশালী করে তুলবে।’ জিম্বাবুইয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশই ভাল দল বলেই মনে করছেন ফারুকও। বলেছেন, ‘আমরা জানি জিম্বাবুইয়ে র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে রয়েছে। তবে জিম্বাবুইয়ের চেয়ে আমরাই এগিয়ে। বিশেষ করে হোমে। তা প্রথম টেস্টেই প্রমাণ করা হয়ে গেছে।’ দ্বিতীয় টেস্টের দল ॥ মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, শামসুর রহমান, মুমিনুল হক, রুবেল হোসেন, শুভগত হোম, মাহমুদুল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম, জুবায়ের হোসেন, শাহাদাত হোসেন রাজীব, মার্শাল আইয়ুব, তাইজুল ইসলাম, এনামুল হক বিজয়।
×