ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনাজপুরে ওসিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:৩৯, ২৯ অক্টোবর ২০১৪

দিনাজপুরে ওসিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঢেমঢেমিয়া কালিমেলা মন্দিরে পুজো করতে বাধা ও কালীমূর্তি ভাংচুর ঘটনায় ওসি প্রশাসনসহ ১০ জনের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বৈড়বাড়ী গ্রামের মৃত প্রসন্ন কুমার সরকারের পুত্র ও ঢেমঢেমিয়া কালীমেলা মন্দিরের সেবায়েত ধনেশ্বর সরকার বাদী হয়ে দিনাজপুর জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ঢেমঢেমিয়া কালীমেলা মন্দিরের সেবায়েত নিয়ে ধনেশ্বর চন্দ্র সরকারের বিরুদ্ধে জগদীশ চন্দ্র সরকার সিভিল কোটে মামলা করে হেরে যায়। ফলে ঢেমঢেমিয়া কালী মন্দিরের সেবায়েত ধনেশ্বর চন্দ্র সরকারের নেতৃত্বে গত বৃহস্পতিবার ঢেমঢেমিয়া কালী মন্দিরের পুজোর আয়োজন করা হয়। সে সময় বীরগঞ্জ থানার ওসি প্রশাসন কেএম শওকত হোসেন ও জগদীশ চন্দ্র সরকারের নেতৃত্বে তাদের লোকজন ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে পুজো করতে নিষেধ করে। ধনেশ্বর প্রতিবাদ করলে পুলিশ তাদের মারপিট ও আহত করে এবং কালীমূর্তি ভাংচুর করে। এ সময় বিশ্বনাথ সরকার, বিনা রানী সরকার ও সুজন সরকার গুরুতর জখম হন। তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
×