ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিরোজপুরে ভাঙ্গা ব্রিজ দিয়ে হাজারো মানুষের পারাপার

প্রকাশিত: ০৬:৩৫, ২৯ অক্টোবর ২০১৪

পিরোজপুরে ভাঙ্গা ব্রিজ দিয়ে হাজারো মানুষের পারাপার

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৮ অক্টোবর ॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাচকিবাড়ি লোহার ব্রিজটির আরসিসি স্লাব ভেঙে গত ৪ বছর ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ওই ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়ে পারাপার হচ্ছে সাত গ্রামের ৩০ হাজার মানুষ। গত চার ধরে ওই ব্রিজটির বেশকিছু আরসিসি স্লাব ভেঙ্গে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। ব্রিজটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন উদ্যোগ। উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের মোটরসাইকেল চালক মামুন মিয়া বলেন, ভাঙ্গা সেতু দিয়ে মোটরসাইকেল, রিক্সা ও ভ্যান পারাপার করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে চালকদের। সেতুটি জরুরী ভিত্তিতে মেরামত করা না হলে এটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়বে। উপজেলার চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মোঃ হাফিজুর রহমান হায়দার জানান, উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া, খায়ের ঘটিচোরা, নলবুনিয়া, দেবত্র, খাসহাওলা, গিলাবাদ ও টিকিকাটা ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামের মানুষ সড়ক পথে বিভিন্ন স্থানে যাতায়াতে সেতুটির ওপর নির্ভরশীল। এ সেতু পার হয়ে প্রতিদিন কয়েকশ’ শিক্ষার্থী বিদ্যালয় ও কলেজে যাওয়া আসা করে। উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ হেমায়েত হোসেন জানান, সাচকিবাড়ি সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় জরুরী ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন। অর্থ বরাদ্দ পেলে ব্রিজটি নির্মাণ করার উদ্যোগ নেয়া হবে।
×