ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোবানিতে আইএসের টিভি রিপোর্টার ক্যান্টলি!

প্রকাশিত: ০৬:২২, ২৯ অক্টোবর ২০১৪

কোবানিতে আইএসের টিভি রিপোর্টার ক্যান্টলি!

জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হাতে বন্দী ব্রিটিশ সাংবাদিক জন ক্যান্টলির নতুন ভিডিও প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে তাকে আইএসের রিপোর্টার হিসেবে ব্যবহার করা হয়েছে। ভিডিওতে তিনি দাবি করেছেন, তুরস্ক সীমান্তবর্তী সিরীয় শহর কোবানিতে যুদ্ধ প্রায় শেষের দিকে এবং মুজাহিরা এখন শুধু শহরটির সব বাধা অপসারণ করছে। খবর গার্ডিয়ান ও টেলিগ্রাফ অনলাইনের। এটি আইএসের প্রকাশিত ষষ্ঠ ভিডিও। তবে এই ভিডিওটি কিছুটা ভিন্ন। এর আগের ভিডিওগুলোতে ক্যান্টলিকে ডেস্কে বসা এবং কমলা রঙের পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে। কিন্তু এবারের ভিডিওতে তাকে একজন টেলিভিশন রিপোর্টার হিসেবে দেখানো হয়েছে। সেখানে তিনি কালো পোশাক পরে তার চারপাশে কি হয়েছে তার বিবরণ দিচ্ছেন। ভিডিওতে তিনি তার পেছনে সিরীয়-তুর্কি সীমান্ত দেখিয়ে বলেন, সাম্প্রতিক বিতর্কিত রিপোর্টগুলোতে দাবি করা হয়েছে, কুর্দি বাহিনী আইএসকে শহর থেকে হটিয়ে দিয়েছে। তবে প্রকৃত ঘটনা হলো দক্ষিণ ও পূর্বাঞ্চল আইএসের নিয়ন্ত্রণ আছে এবং তারা প্রতিটি বাধা অপসারণ করছে। ৪৩ বছর বয়সী ক্যান্টলিকে মার্কিন ফটোগ্রাফার জেমস ফলির সঙ্গে ২০১২ সালের নবেম্বরে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে অপহরণ করা হয়। ৫ মিনিট ৩০ সেকেন্ডের এই ভিডিওর শুরুতে ধ্বংস হয়ে যাওয়া শহরটি দেখানো হয় এবং এর ক্যাপশনে বলা হয়েছে, এটি তৈরি করতে আইএস ড্রোন ব্যবহার করেছে। শহরে সংগঠিত লড়াই নিয়ে মিডিয়া রিপোর্ট ও পেন্টাগন কর্মকর্তাদের বিবৃতির উদ্বৃতি দিয়ে ক্যান্টলি ভিডিওতে বলেছেন, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে শহরের বিশাল অংশ দেখতে পাচ্ছি।
×