ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৩৪, ২৯ অক্টোবর ২০১৪

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

পৌরনীতি ও সুশাসন ২য় পত্র দশম অধ্যায় বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসন ১। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রধান কাজ কী? ক) নেতৃত্বের সংকট খ) নিজ এলাকার কল্যাণ সাধন গ) জাতীয় সমস্যা দূরীকরণ ঘ) দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ২। ইউনিয়ন পরিষদের মোট ওয়ার্ড কতটি? ক) ৩ খ) ৯ গ) ১২ ঘ) ১৩ ৩। কোনটি স্থানীয় স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্য? র) এলাকাভিত্তিক নির্বাচিত প্রতিনিধিদের শাসন রর) সর্বাধিক স্বাত্তশাসন ররর) সরকারী কর্মচারীদের শাসন নিচের কোনটি সঠিক ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ নং প্রশ্নের উত্তর দাও? ইউনিয়ন চেয়ারম্যান তার ইউনিয়নের ‘ক’ ও ‘খ’ ব্যক্তির মধ্যকার জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে দিলেন। ৪। উদ্দীপকে ইউনিয়ন চেয়ারম্যান তার কোন ধরনের দায়িত্ব পালন করলেন? ক) বিচার সংক্রান্ত খ) বিবাদ মীমাংসা সংক্রান্ত কাজ গ) শান্তি শৃংখলা রক্ষা সংক্রান্ত কাজ ঘ) সেবামূলক কাজ ৫। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বয়স কমপক্ষে কত বছর হতে হবে? ক) ১৮ খ) ২৩ গ) ২৫ ঘ) ২৭ ৬। ইউনিয়ন পরিষদের সদস্যদের (মেম্বার) বয়স কমপক্ষে কত বছর হতে হবে? ক) ১৮ খ) ২৫ গ) ২৭ ঘ) ২৮ ৭। পৌরসভার প্রধান কাজ কোনটি? ক) প্রশাসনিক খ) জনকল্যাণমূলক গ) আইন প্রণয়নমূলক ঘ) ন্যায়বিচার ৮। বাংলাদেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ জনগণের ভোটে নির্বাচিত হন। এই নির্বাচনে প্রতিফলিত হয়েছে কোন পদ্ধতি? ক) পরোক্ষ খ) প্রত্যক্ষ গ) গোপন ভোট দান ঘ) প্রকাশ্য ভোটদান নিচের অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও জামাল সাহেব পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম সাহেব তার বাড়ির পাশের রাস্তাটির দুরবস্থা ও পয়ঃনিষ্কাশনের সমস্যা তার সমাধানে অনুরোধ জানালে জামাল সাহেব তা সম্পন্ন করেন। ৯। জামাল সাহেব কোন ধরনের কাজ করেছেন।? ক) শহর পরিকল্পনা খ) জনস্বাস্থ্য রক্ষা গ) সাহায্যে পুনবার্সন ঘ) জনকল্যাণ সুফল ১০। উক্ত কাজ সম্পাদনের ফলেÑ র) নজরুল লাভবান হবে রর) সমাজের উন্নয়ন হবে ররর) রাষ্ট্রের উন্নয়ন হবে নিচের কোনটি সঠিক ক) র খ) রর গ) র ও ররর ঘ) র, রর ও ররর একাদশ অধ্যায় : বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থা ১১। বাংলাদেশে কোন ধরনের দল ব্যবস্থা বিদ্যমান? ক) একদলীয় খ) দ্বি দলীয় গ) বহু দলীয় ঘ) কোনটিই নয় ১২। নিচের কোনটি স্বৈরাচারের বিরুদ্ধে শক্তি ক) নির্বাচন কমিশন খ) মানবাধিকার কমিশন গ) দুর্নীতি দমন কমিশন ঘ) রাজনৈতিক দল ১৩। বাংলাদেশের দল ব্যবস্থার ভিত্তি র) বহু দল রর) দলীয় গণতন্ত্রের অভাব ররর) বিরোধী ও সরকারী দলের মধ্যে দ্বন্দ্ব নিচের কোনটি সঠিক ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৪। বাংলাদেশ আওয়ামী লীগ কোন সালের কত তারিখে গঠিত হয়? ক) ৩০ ডিসেম্বর ১৯৫৬ খ) ২১ ফেব্রুয়ারী ১৯৫২ গ) ২৩ জুন ১৯৪৯ ঘ) ১ সেপ্টেম্বর ১৯৮৭ ১৫। ‘আওয়ামী মুসলীম লীগ’ কত সালে ‘আওয়ামী লীগ’ নাম ধারণ করে? ক) ১৯৪৯ খ) ১৯৫২ গ) ১৯৫৩ ঘ) ১৯৫৫ ১৬। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন সালের কত তারিখে গঠিত হয়? ক) ২৩ জুন ১৯৪৯ খ) ১ সেপ্টেম্বর ১৯৭৮ গ) ১ জানুয়ারী ১৯৮৬ ঘ) ৩০ মে ১৯৮০ দ্বাদশ অধ্যায়- বাংলাদেশের সামরিক বাহিনী ১৭। জাতীয় প্রতিরক্ষায় অধিক প্রয়োজন কোনটি? ক) স্বদেশ প্রেম খ) সামরিক শিক্ষা গ) শিক্ষা ঘ) নাগরিক সচেতনতা নিচের উদ্দীপক পড়ে ১৮ নং প্রশ্নের উত্তর দাও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব ১৮। উদ্দীপকে প্রকাশ পেয়েছে। র) দেশপ্রেম রর) নাগরিকের দায়িত্ব ররর) সেনাবাহিনীর দায়িত্ব নিচের কোনটি সঠিক ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৯। বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী কয় ভাগে বিভক্ত ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ২০। সামরিক একাডেমী কোথায় অবস্থিত? ক) কুমিল্লার ময়নামতিতে খ) যশোরের কেশব পুরে গ) চট্টগ্রামের ভাটিয়ারীতে ঘ) রাজশাহীর শারদায় ২১। সামিরক বাহিনীর কাজ র) জনগণকে সামরিক শিক্ষা দেওয়া রর) যে কোন সংকটকালে দেশমাতৃকাকে রক্ষা করা ররর) দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা নিচের কোনটি সঠিক ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ১.ক ২.খ ৩.খ ৪.ক ৫.গ ৬.ক ৭.খ ৮.খ ৯.ঘ ১০.ঘ ১১.গ ১২.ঘ ১২.ঘ ১৩.ঘ ১৪.গ ১৫.ঘ ১৬.ঘ ১৭.ক ১৮.খ ১৯.খ ২০.গ ২১.গ
×