ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জানা-অজানা

প্রকাশিত: ০৫:৩২, ২৯ অক্টোবর ২০১৪

জানা-অজানা

চোখ পিট পিট করা-২ চোখের পলক পড়া প্রক্রিয়াটি চোখের প্রতিরক্ষামূলক ব্যবস্থাও বটে। ধুলাবালি কিংবা অন্য কোন অস্বস্তিকর পদার্থ চোখে যখন প্রবেশ করে তখন চোখ পিট পিট করার ফলে চোখ নিঃসৃত তরল পদার্থ কর্তৃক তা ধুয়ে যায়। চোখের পিট পিট করার ব্যাপারটি চোখকে উজ্জ্বল আলোর হাত থেকে রক্ষা করে, উজ্জ্বল আলোয় চোখের পাতা আপনা থেকেই বন্ধ হয়ে যায় এবং তীব্র আলোকে চোখের অক্ষিপটে পৌঁছাতে দেয় না। উজ্জ্বল আলো চোখের পক্ষে ক্ষতিকর। এমনি করে চোখের পিট পিট করার ঘটনাটি চোখকে ভেজা রাখে, চোখে অস্বস্তিকর পদার্থের প্রবেশকে বাধা দেয় এবং উজ্জ্বল আলো থেকে চোখকে রক্ষা করে।
×