ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাণী চিরন্তনী

প্রকাশিত: ০৫:১১, ২৯ অক্টোবর ২০১৪

বাণী চিরন্তনী

পরের দোষক্রটি লইয়া কেবলই আলোচনা করতে থাকলে মন ছোট হইয়া যায়, স্বভাব সন্দিগ্ধ হইয়া ওঠে, হৃদয়ের সরসতা থাকে না। Ñরবীন্দ্রনাথ ঠাকুর ‘মানুষ মাত্রেই চায় তার বেদনায় সহানুভূতি, তা নইলে তার জীবনভরা ব্যথার ভার নেহাৎ অসহ্য হয়ে পড়ে যে! দরদী বন্ধুর কাছে তার দুঃখের কথা বলে আর তার একটু সজল সহানুভূতি আকর্ষণ করে নেন, তার ভারাক্রান্ত হৃদয় লঘু হয়। Ñকাজী নজরুল ইসলাম
×