ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আল হাদিস

প্রকাশিত: ০৫:১১, ২৯ অক্টোবর ২০১৪

আল হাদিস

হযরত মুহাম্মদ (সা) বলিয়াছেন, আমার প্রতিপালক আমাকে নয়টি কর্মের আদেশ দিয়াছেন : ১. তাঁহাকে বাহিরে ও অন্তরে ভক্তি করা, ২. সুখে-দুঃখে সত্য কথা বলা, শালীনতার সহিত, ৩. সম্পদে ও দারিদ্র্যে মিতাচারী হওয়া, ৪. জ্ঞাতিজনের উপকার করা, তাহারা না করিলেও, ৫. যে আমাকে প্রত্যাখ্যান করিয়াছে তাহাকেও দান করা, ৬. আমার ক্ষতিকারককে ক্ষমা করা, ৭. আমার নীরবতা হইবে ঐশী জ্ঞানলাভের নিমিত্ত, ৮. কথা বলিবার কালে আল্লাহর নাম করা, ৯. আল্লাহর সৃষ্টি জীবদের সম্মুখীন হইলে তাহাদের জন্য নিজেকে আদর্শস্বরূপ করা এবং আল্লাহ আমাকে আদেশ করিয়াছেন বৈধ পথে চালনা করিতে। [ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত স্যার আবদুল্লাহ সূহরাওয়ার্দীর ‘রাসূলুল্লাহ (সা)-এর বাণী’ থেকে।]
×