ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ ॥ গুলিবিদ্ধসহ আহত ১৫

প্রকাশিত: ০৬:১৫, ২৭ অক্টোবর ২০১৪

সিরাজগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ ॥ গুলিবিদ্ধসহ আহত ১৫

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরকৈজুরী ও গোপালপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবারবুলেট ছোড়ে। পুলিশের ছোড়া গুলিতে ৪ জন গুলিবিদ্ধ হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সংঘর্ষ থেমে যাওয়ার পর পুনরায় ৪টি বাড়ি এবং বাজারের ১০টি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালানোরও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানান, গত উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে গোপালপুর এবং চরকৈজুরী গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালপুর গ্রামের সাবেক চেয়ারম্যান কাইয়ুম উদ্দিন, আয়নাল প্রামাণিক এবং গফুর মেম্বারের নেতৃত্বে দেড় শতাধিক লাঠিয়াল বাহিনী লাঠিসোটা নিয়ে পাশের চরকৈজুরী গ্রামে হামলা চালায়। এ সময় চরকৈজুরী গ্রামবাসী প্রতিরোধ গড়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবারবুলেট ছোড়ে। পুলিশের ছোড়া রাবারবুলেটে চরকৈজুরী গ্রামের ৪ জনসহ সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। চরফ্যাশনে আহত ২০ নিজস্ব সংবাদদাতা চরফ্যাশন, ভোলা থেকে জানান, ভোলার চরফ্যাশনের দুলারহাট বাজারে শনিবার রাত ৯টার সময় তুচ্ছ ঘটনা নিয়ে নুরাবাদ ও নীলকমল দুই গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বিল্লাল, সবুজ, লোকমান, জসিম, রাসেল, আলাউদ্দিন মাস্টার, ফজলু, সিরাজ, হানিফ, শরীফ, ফারুককে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নীলকমল গ্রামের মিলন নুরাবাদ গ্রামের বাহাদুরের কাছে আখ বিক্রির টাকা চাওয়া নিয়ে শনিবার বিকেল সাড়ে ৫টায় দুলারহাট বাজারে বাগ্বিতা-া হয়। এ নিয়ে ওই দিন রাত ৯টার দিকে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
×