ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুলিশিং ফোরামের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, জমি দখল করে অফিস নির্মাণ

প্রকাশিত: ০৬:১৫, ২৭ অক্টোবর ২০১৪

পুলিশিং ফোরামের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, জমি দখল করে অফিস নির্মাণ

সাতক্ষীরায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ফোরামের নাম ভাঙ্গিয়ে নিরীহ গ্রামবাসীদের মামলায় জড়ানোর ভয় দেখিয়ে চাঁদাবাজি চলছে। পুলিশিং ফোরামের পদধারী এক ছাত্রলীগ নেতা এলাকার সাধারণ মানুষকে গাছ কাটা ও হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় জড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করছেন বলে সংবাদ সম্মেলনে গ্রামবাসী অভিযোগ করেছেন। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের আনিস উদ্দিন সরদারের ছেলে মোঃ সালেকুজ্জামান। আর অভিযোগ আনা হয় ভোমরা ইউপির ৮নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ছাত্রলীগ নেতা নাসির উদ্দিনের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, চৌবাড়িয়া গ্রামের আয়নাল হোসেন, গোলাম হোসেন, আহছান উল্লাহ, হুমায়ন, সাইফুল ইসলাম, বিপুল, মামুন, সাদাকাতুল্লাহ, তরিকুল ইসলাম, আলামিন ও মাসুমকে ডেকে প্রত্যেকের কাছে চাঁদার টাকা দাবি করে পুলিশিং ফোরামের এই নেতা। টাকা না দিলে পুলিশের মাধ্যমে তাদের জামায়াতের গাছ কাটা, মাদক ও হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। এদিকে সদর উপজেলার বাবুলিয়া ৯নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি শওকত হোসেন, তার ছেলে সাঈদুর রহমানসহ কয়েকজন জোরপূর্বক সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামের হোসেন আলীর ক্রয়করা জমির সামনে বন্দোবস্তকৃত জমিতে কয়েকটি সিমেন্টের তৈরি পিলার বসিয়ে টিনের চাল লাগিয়ে ঘর তৈরি করে তাতে বাবুলিয়া কমিউনিটি পুলিশিং ফোরামের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। বাধা দেয়ায় তাকে জীবননাশের হুমকি দেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম রহমানের কাছে জানতে রবিবার সকাল ৯টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত সরকারী মোবাইল নাম্বারে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। মোবাইলটি একটানা বিজি মোডে রাখা হয়।
×