
ছবি: সংগৃহীত
সামান্য বৃষ্টিতেই ড্রেনের ময়লা পানিতে সয়লাব হয়ে পড়ে নওগাঁর মান্দা উপজেলা পরিষদের সামনের রাস্তাটি। ড্রেনের ময়লা পানি রাস্তায় ওঠার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ী ও স্থানীয়দের। দ্রুতসময়ের মধ্যে ড্রেনটি সংস্কার করে ভোগান্তি থেকে পরিত্রাণের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান স্থানীয়রা।
ওই এলাকায় বসবাসরত পরিবারগুলোর অভিযোগ, বৃষ্টি হলেই ড্রেনের ময়লা পানি রাস্তায় ওঠায় বের হতে পারেন না তারা। অনেক সময় পানির মধ্যে দিয়েই বাধ্য হয়েই চলাচল করতে হয়।
স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম জানান, পানি নিষ্কাশনের ড্রেনটি অপরিকল্পিতভাবে করার কারণে এ অবস্থা। এটি দ্রুত সংস্কার না করা হলে বর্ষায় আরও খারাপ অবস্থার সৃষ্টি হবে।
মান্দা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আপেল মাহমুদ বলেন, বৃষ্টির সময় ড্রেনের ময়লা পানি রাস্তায় ওঠার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বারবার কর্তৃপক্ষের নজরে এলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এতে অসহনীয় জীবনযাপন করতে হচ্ছে স্থানীয়দের।
উপজেলা প্রকৌশলী মোঃ আবু সায়েদ বলেন, উপজেলা পরিষদের সামনের রাস্তা পানি নিষ্কাশনের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে কাজও শুরু হবে।
রাকিব