ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

শরীয়তপুরের ডামুড্যার দাইমীর চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি

মোঃ আমির হোসেন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, শরীয়তপুর

প্রকাশিত: ০১:০৯, ২১ জুলাই ২০২৫; আপডেট: ০১:১০, ২১ জুলাই ২০২৫

শরীয়তপুরের ডামুড্যার দাইমীর চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি

ছবি: সংগৃহীত

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ১২নং দাইমীর চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম ভোগান্তির মুখে পড়েছে।

টানা বৃষ্টির ফলে বিদ্যালয়ের একমাত্র যাতায়াতের কাঁচা রাস্তাটি পানির নিচে তলিয়ে গেছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাঁটু পানি পার হয়ে স্কুলে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। কোমলমতি শিশুরা পিঠে বইয়ের ব্যাগ নিয়ে পানিতে ভিজে হাঁটছে।

উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাত আক্তার বলেন, ‘আমাদের যাতায়াতের রাস্তাটা পানির নিচে ডুবে গেছে। আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়, জামা কাপড় ভিজে যায়, বই খাতা পড়ে যায় এবং আমাদের স্কুলের ছাদ দিয়েও পানি পড়ে ভেজা জামা কাপড় নিয়ে ক্লাস করতে অনেক কষ্ট হয়।’

স্থানীয় অভিভাবক রাবেয়া আক্তার বলেন, ‘আমার ছেলেমেয়েরা প্রতিদিন এই রাস্তা দিয়ে ভিজে ভিজে স্কুলে যায়। কখন যে পড়ে গিয়ে চোট পাবে, এই চিন্তায় থাকি।’

১২নং দাইমীর চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আসমা জানান, ‘রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের বাইরে রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ছাত্রছাত্রীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। অনেকেই নিয়মিত স্কুলে আসতে পারে না।’

প্রাথমিক শিক্ষা অফিসার সুকন্ঠ ভক্ত জানান, ‘এ বিষয়ে আমার জানা নেই, আমি জেনে আপনাকে জানাবো।’

রাকিব

×