ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

নাহিদ ইসলাম

বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান তৈরি করতে চাই

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

প্রকাশিত: ০০:৩৭, ২১ জুলাই ২০২৫

বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান তৈরি করতে চাই

রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। (ইনসেটে) দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ

আমরা মুজিববাদী সংবিধান চাই না, এই সংবিধানে সকল  জাতি গোষ্ঠীর  অধিকার নেই। এই সংবিধান বাতিল করে গণতান্ত্রিকভাবে একটি নতুন সংবিধান তৈরি করতে চাই। একটি নতুন চুক্তি করতে চাই। যেখানে আপনার অধিকার, আমার অধিকার থাকবে। এখানে বাঙালি এবং অবাঙালি বিভেদ করে রাখা হয়েছে। আপনাদের এমএন লারমা ’৭২ সংবিধানের বিরোধিতা করেছেন। জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম রবিবার রাঙ্গামাটিতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ২০তম দিন রাঙ্গামাটির বনরূপায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
তিনি বলেন, আপনারা ঐক্যবদ্ধ হোন। গণ উদ্বোধনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ করব। আপনাদের  বাংলাদেশ, নারীদের, আলেম সমাজের, হিন্দুদের সকল জাতি ধর্ম ও গোষ্ঠীর বাংলাদেশ। আপনাদের ধর্ম ও আচরণে রাষ্ট্র ও অন্য কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমরা সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষা করব। এখানে সকল জাতি গোষ্ঠী নির্যাতিত ও নিপীড়িত। আমরা এ থেকে মুক্তি পেতে চাই। এখানে পাহাড়ি-বাঙালি সকলে অধিকার থেকে বঞ্চিত। আমরা সকলের অধিকার দিতে চাই। এই দেশকে সকলে মিলে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে চাই। আওয়ামী লীগ আমলে দেখেছি দলের সঙ্গে দলের বিভেদ তৈরি করে রেখেছিল। পাহাড়ে বিভেদ-অশান্তি বছরের পর বছর ধরে রয়েছে, আমরা তা দূর করতে চাই।

এখানে জনবৈচিত্র্য রয়েছে, তা কখনো বিভাজন হতে পারে না।  পার্বত্যাঞ্চলের সৌন্দর্য এই দেশের সম্পদ আমরা তা সকলে মিলেমিশে রক্ষা করব। কোনো বিভেদ নয়, ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে এগিয়ে নেব। রাঙ্গামাটি এনসিপির প্রধান সমন্বয়কারী বিপিনজ্যোতি চাকমার স্বাগত ভাষণের মধ্য দিয়ে দুপুর দেড়টার দিকে রাঙ্গামাটিতে সমাবেশ শুরু হয়। অন্যদের মধ্যে সমাবেশে বক্তব্য রাখেনÑ দক্ষিণের  সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, এনসিপির  যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন ও তাসনিম জারা।  
চট্টগ্রামে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ॥ রাঙ্গামাটি যাওয়ার প্রাক্কালে চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা অনেক ডিফিকাল্টির মধ্যে আছি। আপনারা দেখেছেন, গোপালগঞ্জে আমাদের সঙ্গে কী হয়েছে। বিভিন্ন জায়গায় নানাভাবে বাধা আসছে। আমরা আপনাদের কাছে দোয়া চাই। রবিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের নিউমার্কেটের মোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতা-কর্মীরা। এসময় তারা শহীদ পরিবারের খোঁজখবর নেন।
নাহিদ ইসলাম বলেন, আমি যখন সরকারে ছিলাম বা আমাদের পক্ষ থেকে যারা সরকারে গেছেন, আমরা জুলাই শহীদ পরিবারের বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু দেখা গেছে, সরকারের উদ্যোগগুলো মাঠপর্যায়ে তেমনভাবে পৌঁছায়নি বা পৌঁছাতে দেরি হয়েছে। কেননা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এখনও স্বৈরাচারের দোসররা আছেন। শহীদ পরিবারের যে সম্মান পাওয়ার কথা, সেটি হয়নি; বিভিন্ন জায়গায় আমরা সে অভিযোগগুলো শুনি।
নাহিদ ইসলাম শহীদ পরিবারের সদস্যদের বলেন, আমরা আপনাদের কাছে কোনো দল হিসেবে আসিনি। আমরা অভ্যুত্থানে ছিলাম। আপনাদের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে ছিলেন, সে জায়গা থেকে দল-মতের ঊর্ধ্বে একটি পরিবার মনে করি। অবশ্যই শহীদ পরিবারদেরÑ শহীদদের কোনো দল হয়নি, এটা আমরা মনে করি। তাঁরা পুরো বাংলাদেশের, দেশের জন্য জীবন দিয়েছেন।
শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্যানেল হু

×