
গত এক সপ্তাহ ধরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি টের পেয়ে বিজিবির গোয়েন্দারা তৎপর হয়ে ওঠে। সবশেষ বিজিবির কৌশল ও কূটনৈতিক প্রচেষ্টায় সফল হয় পতাকা বৈঠক—ফলে ছয় বাংলাদেশিকে ফেরত দিতে বাধ্য হয় বিএসএফ।
রবিবার (২১ জুলাই) দুপুরে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ছয় বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠায় বিএসএফ। বিজিবির দাবি, ৫ আগস্টের পর এটিই প্রথম পুশ-ইনের (জোরপূর্বক ফেরত পাঠানোর) চেষ্টা যা ব্যর্থ হয়।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধীনে জগদল বিওপি সীমান্ত পিলার ৩৭৫-এর কাছাকাছি ভারতের জগদল এলাকায় দুপুর ১২টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের পক্ষে বেউরঝাড়ি বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সোলেয়মান আলীর নেতৃত্বে পাঁচজন বিজিবি সদস্য এবং ভারতের পক্ষে ১৮৪ ব্যাটালিয়নের বিএসএফ কোম্পানি কমান্ডার শ্রী সুভাষ চন্দ্রের নেতৃত্বে পাঁচজন বিএসএফ সদস্য বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে বিএসএফ ছয়জন বাংলাদেশি পুরুষকে বিজিবির কাছে হস্তান্তর করে। বিকেল চারটার দিকে তাদের রানীশংকৈল থানায় সোপর্দ করে বিজিবি।
ফেরত আসা ব্যক্তিরা হলেন:
-
মো. শফিকুল (২৪), পিতা কেয়াম উদ্দিন, মমিনটোলা, আমজানখোর ইউনিয়ন
-
মো. রেহান হোসেন (১৯), পিতা বোনাস, বাদামবাড়ি, বড়পলাশবাড়ী ইউনিয়ন
-
মো. নাইম (১৭), পিতা পিটু, বারাসা, আমজানখোর ইউনিয়ন
-
মো. আল-আমিন (১৭), পিতা হামিদুল, বারাসা, আমজানখোর ইউনিয়ন
-
মো. আনোয়ার (২২), পিতা দামিজ উদ্দিন, আমজানখোর ইউনিয়ন
-
মো. রাসেল (২১), পিতা নসির উদ্দিন, ঝিকড়া বালিয়া, বড়পলাশবাড়ী ইউনিয়ন
ফেরত আসা রাসেলের ভাই জাহাঙ্গীর আলম জানান, রাসেল বিদেশ যাওয়ার জন্য এজেন্টের মাধ্যমে ভারত গিয়েছিল। সেখান থেকে ফিরে আসার অনুরোধে রাজি হয়ে সে অবশেষে আত্মসমর্পণ করে।
ফেরত আসা বাংলাদেশিরা জানান, তারা ভারতের পানিপথে সুতার কারখানায় কাজ করতেন। ভারত-পাকিস্তান উত্তেজনার সময় নিরাপত্তা হুমকির কারণে আত্মগোপনে ছিলেন। পরে বিএসএফের কাছে আত্মসমর্পণ করলে বিএসএফ তাদের পুশ-ইনের চেষ্টা করে। তবে বিজিবির হস্তক্ষেপে তারা নিরাপদে দেশে ফিরতে পেরেছেন।
রানীশংকৈল থানার ওসি আরসেদুল হক জানান, বিজিবির দায়ের করা অভিযোগের ভিত্তিতে ছয় বাংলাদেশির বিরুদ্ধে মামলা হবে। সোমবার তাদের আদালতে হাজির করা হবে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, “বিজিবির তৎপরতায় ছয় বাংলাদেশিকে নিরাপদে ফেরত আনা সম্ভব হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।”
নুসরাত