ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

জামালপুরে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মোঃ তৌহিদুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, জামালপুর

প্রকাশিত: ০০:৩১, ২১ জুলাই ২০২৫

জামালপুরে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মোঃ তৌহিদুর রহমান

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন এবং জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার ইউএনও মোঃ তৌহিদুর রহমান।

এছাড়া, জন্ম-মৃত্যু নিবন্ধনের মাসিক প্রমাণিক মানদণ্ডে (Performance Metrics) শীর্ষস্থান অর্জনের জন্য ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছেন তিনি।

রোববার (২০ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে ইসলামপুর ইউএনও’র হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জামালপুরের জেলা প্রশাসক মোছা. হাছিনা বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) এ.কে.এম. আব্দুল্লাহ বিন রশিদসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ইউএনও মোঃ তৌহিদুর রহমানকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত করায় ইসলামপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাকে উৎসাহিত করছেন।

এ প্রসঙ্গে ইউএনও মোঃ তৌহিদুর রহমান বলেন, "ইসলামপুর উপজেলায় যোগদানের পর থেকেই আমি উপজেলাবাসীর আন্তরিক সহযোগিতা পেয়েছি। প্রতিটি কাজ সহজ হয়েছে জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সচিব, ইউপি সদস্য, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ, উদ্যোক্তা ও সাধারণ মানুষের সম্মিলিত সহায়তায়। আমি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে টিম লিডার হিসেবে কাজ করেছি। এই সাফল্য একার নয়, এটা ইসলামপুরবাসীর। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

নুসরাত

×