
নীলফামারীর ডিমলা উপজেলায় বাঁশ কাটা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মারপিট এবং পরবর্তীতে ধর্মীয় উসকানি সৃষ্টির উদ্দেশ্যে প্রতিপক্ষের মন্দির ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনা রূপাহার গ্রামসহ পুরো ডিমলা উপজেলায় তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
ডিমলার রূপাহার গ্রামের বাঁশ কাটা নিয়ে বিভতী কুমার সিংহ রায়, সুখদেব কুমার সিংহ রায়, আমজাদ, সুমন কুমার সিংহ রায় এবং বিনা অধিকারী এই পাঁচজনের একটি পক্ষের সঙ্গে রিপন কুমার সিংহ রায়, স্বপন কুমার সিংহ রায়, বাবলু কুমার সিংহ রায় ও লাকি অধিকারী অপর একটি পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল।
রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১২ টার দিকে এই বিরোধ চরম আকার ধারণ করে। অভিযোগ উঠেছে যে, কৃষ্ণকুমার সিংহ রায়, রিপন কুমার সিংহ রায়, স্বপন কুমার সিংহ রায়, বাবলু কুমার সিংহ রায় ও লাকি অধিকারী সংঘবদ্ধ হয়ে সুকদেব, আমজাদ, সুমন ও বিনা অধিকারীকে মারপিট করেন। এতে চারজন আহত হন এবং তাদের ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। আহত আমজাদ হোসেনকে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।
মারপিটের ঘটনার পরপরই রিপন অধিকারীর বাড়িতে থাকা একটি মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে যে, বাঁশ কাটার বিরোধকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং প্রতিপক্ষকে ধর্মীয় উসকানির মামলায় ফাঁসানোর উদ্দেশ্যেই এই ভাঙচুর করা হয়েছে। যদিও কারা এই কাজ করেছে তা এখনো স্পষ্ট নয়, তবে স্থানীয়রা মনে করছেন এটি একটি পরিকল্পিত চক্রান্ত।
মারপিট ও ভাঙচুরের ঘটনার পর কৃষ্ণকুমার সিংহের নেতৃত্বে রিপন কুমার সিংহ রায়, স্বপন কুমার সিংহ রায়, বাবলু কুমার সিংহ রায় ও লাকি অধিকারীরা সহ অনেকে উপজেলা প্রশাসনের কার্যালয়ের মূল ফটকে অবস্থান নেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে এলাহী জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। কৃষ্ণকুমার সিংহের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এই ঘটনায় রূপাহার এলাকাসহ সমগ্র ডিমলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা পরিস্থিতি শান্ত রাখার জন্য উভয় পক্ষকে আহ্বান জানিয়েছেন এবং পুলিশের কাছে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।
Mily