
মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁকে নিয়ে যখন কটূক্তি করা হয়, তখন এ দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত লাগে। তবুও একটি চক্রের ফাঁদে পা না দিয়ে বিএনপি কিন্তু ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। বিএনপি চাইলেই সাথে সাথে প্রতিক্রিয়ার ধরন পরিবর্তন করতে পারতো। কিন্তু সেটা করতে দলের নেতৃত্ব চাননি। গতকাল দুপুরে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, লন্ডন বৈঠকের পরে দেশ নির্বাচনমুখী হয়েছে। কিন্তু আমরা কী দেখতে পাচ্ছি? একটি চক্র, একটি পক্ষ, যারা নির্বাচন হলে এ দেশের জনগণ তাদের ওপর আস্থা রাখবে না— এ দলগুলো বিভিন্ন কৌশল করে নির্বাচন পেছাতে চাচ্ছে। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এখনো গণতন্ত্রের মূল কাঠামোই শক্তিশালী করতে পারিনি। সেখানে নতুন করে পিআর সিস্টেম দেশকে নতুন করে সংকটের দিকে ধাবিত করার চেষ্টা করা হচ্ছে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শওকতুল ইসলাম শকু। উদ্বোধক ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান। এছাড়াও সম্মেলনে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন।
আফরোজা